আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮৬১
আন্তর্জাতিক নং: ৩৮৬১
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬১। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করবে না। কসম সেই সত্তার যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ ব্যয় করে, তবে সাহাবীদের এক মুদ্দ বা এর অর্ধেক পরিমাণ ছওয়াবও সে লাভ করতে পারবে না।

হাদীসটি হাসান-সাহীহ। نصيفه অর্থ অর্ধ মুন্দ ।

হাসান ইবন আলী (রাহঃ)-আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ বর্ণিত আছে।
بَابٌ فِيمَنْ سَبَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا أَصْحَابِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَمَعْنَى قَوْلِهِ: نَصِيفَهُ، يَعْنِي نِصْفَ مُدِّهِ. حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৮৬২
আন্তর্জাতিক নং: ৩৮৬২
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমার সাহাবীগণের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করবে। আমার পরে তাদেরকে আক্রমণের লক্ষ্যস্থল বানিয়ে নিয়ো না। যারা তাদের ভালবাসবে, আমার প্রতি ভালবাসার জন্যই তারা তাদের ভালবাসবে। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে, সে আমার প্রতি বিদ্বেষ ভাব পোষণের কারণেই তাদের প্রতি বিদ্বিষ্ট হবে।

যে ব্যক্তি তাদের কষ্ট দিল, সে আমাকেই কষ্ট দিল। আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, সে আল্লাহ্ তা'আলাকেই কষ্ট দিল। যে আল্লাহকে কষ্ট দিল, শীঘ্রই তিনি তাকে পাকড়াও করবেন। হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قال: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ أَبِي رَائِطَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي، لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ، وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৮৬৩
আন্তর্জাতিক নং: ৩৮৬৩
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৩। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : যারা বৃক্ষতলে বায়আত হয়েছে তারা সবাই জান্নাতে যাবে, লাল উষ্ট্রের মালিকটি ছাড়া। ১ হাদীসটি হাসান-গারীব।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ خِدَاشٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَدْخُلَنَّ الجَنَّةَ مَنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ إِلَّا صَاحِبَ الجَمَلِ الأَحْمَرِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»
হাদীস নং:৩৮৬৪
আন্তর্জাতিক নং: ৩৮৬৪
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৪। কুতায়বা (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ হাতিব (রাযিঃ)-এর এক দাস রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে হাতিবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এল। সে বলল ইয়া রাসুলাল্লাহ্। হাতির তো অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন : তুমি মিথ্যা বলেছ। হাতিব কখনও তাতে প্রবেশ করবে না। কেননা সে তো বদর এবং হুদায়বিদ্যায় উপস্থিত ছিল।

হাদীসটি হাসান-সাহীহ।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا لِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُو حَاطِبًا فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبْتَ لَا يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
হাদীস নং:৩৮৬৫
আন্তর্জাতিক নং: ৩৮৬৫
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৫। আবু কুরায়ব (রাহঃ)... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার কোন সাহাবী যে অঞ্চলে মৃত্যুবরণ করেছে, সে কিয়ামতের দিন ঐ অঞ্চলের নেতা এবং তাদের জন্য আলোকবর্তিকা হিসাবে উত্থিত হবে।

হাদীসটি গারীব।
এ হাদীসটি আব্দুল্লাহ ইবন মুসলিম-আবু তায়বা-ইবন বুরায়দা সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণিত
আছে। এ রিওয়ায়াতটিই অধিকতর সাহীহ।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قال: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ نَاجِيَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ أَبِي طَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي يَمُوتُ بِأَرْضٍ إِلَّا بُعِثَ قَائِدًا وَنُورًا لَهُمْ يَوْمَ القِيَامَةِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَرُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ أَبِي طَيْبَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَهَذَا أَصَحُّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৮৬৬
আন্তর্জাতিক নং: ৩৮৬৬
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৬। আবু বকর ইব্‌ন নাফি (রাহঃ)... ইবন উমার থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমরা কোন ব্যক্তিকে আমার সাহাবীদের গালমন্দ করতে দেখবে, তখন তোমরা বলবে : لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ — তোমাদের মধ্যে যে জন মন্দ, তার উপর আল্লাহর লা'নত।

হাদীসটি মুনকার। উবায়দুল্লাহ ইবন উমার (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ قال: حَدَّثَنَا النَّضْرُ بْنُ حَمَّادٍ قال: حَدَّثَنَا سَيْفُ بْنُ عُمَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي فَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ ". هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান