আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৮৫৬
আন্তর্জাতিক নং: ৩৮৫৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : সাহল ইবন সা'দ (রাযিঃ)-এর ফযীলত
৩৮৫৬। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন বুযায়গ (রাহঃ)... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি খন্দক খুঁড়ছিলেন। আমরা মাটি বয়ে নিয়ে যাচ্ছিলাম। একবার আমাদের পার্শ্ব দিয়ে তিনি যাচ্ছিলেন । তিনি তখন বলছিলেন : হে আল্লাহ্! আখিরাতের জীবনই তো জীবন, তুমি (গুনাহ্ মাফ করে দাও আনসার ও মুহাজিরদের।
হাদীসটি হাসান-সাহীহ। এ সূত্রে গারীব। আবু হাযিম (রাহঃ)-এর নাম হল সালামা ইবন দীনার আরাজ যাহিদ।
এ বিষয়ে আনাস ইবন মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত হয়েছে।
হাদীসটি হাসান-সাহীহ। এ সূত্রে গারীব। আবু হাযিম (রাহঃ)-এর নাম হল সালামা ইবন দীনার আরাজ যাহিদ।
এ বিষয়ে আনাস ইবন মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত হয়েছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ سهل بن سعد رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قال: حَدَّثَنَا الفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قال: حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَحْفِرُ الخَنْدَقَ وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ وَيَمُرُّ بِنَا فَقَالَ: «اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشَ الْآخِرَهْ، فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ " وَأَبُو حَازِمٍ اسْمُهُ: سَلَمَةُ بْنُ دِينَارٍ الأَعْرَجُ الزَّاهِدُ قال: وفى الباب عن أنس بن مالك
হাদীস নং: ৩৮৫৭
আন্তর্জাতিক নং: ৩৮৫৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : সাহল ইবন সা'দ (রাযিঃ)-এর ফযীলত
৩৮৫৭। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ
হে আল্লাহ! আখিরাতের জীবনই তো জীবন। তুমি সম্মানিত কর আনসার ও মুহাজিরদের । এ হাদীসটি হাসান-সাহীহ-গারীব ব ।
আনাস (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও র্ণিত আছে।
হে আল্লাহ! আখিরাতের জীবনই তো জীবন। তুমি সম্মানিত কর আনসার ও মুহাজিরদের । এ হাদীসটি হাসান-সাহীহ-গারীব ব ।
আনাস (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও র্ণিত আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب سهل بن سعد رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قال: حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشَ الْآخِرَهْ , فَأَكْرِمِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ