আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৫৬
আন্তর্জাতিক নং: ৩৮৫৬
পরিচ্ছেদ : সাহল ইবন সা'দ (রাযিঃ)-এর ফযীলত
৩৮৫৬। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন বুযায়গ (রাহঃ)... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি খন্দক খুঁড়ছিলেন। আমরা মাটি বয়ে নিয়ে যাচ্ছিলাম। একবার আমাদের পার্শ্ব দিয়ে তিনি যাচ্ছিলেন । তিনি তখন বলছিলেন : হে আল্লাহ্! আখিরাতের জীবনই তো জীবন, তুমি (গুনাহ্ মাফ করে দাও আনসার ও মুহাজিরদের।
হাদীসটি হাসান-সাহীহ। এ সূত্রে গারীব। আবু হাযিম (রাহঃ)-এর নাম হল সালামা ইবন দীনার আরাজ যাহিদ।
এ বিষয়ে আনাস ইবন মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত হয়েছে।
হাদীসটি হাসান-সাহীহ। এ সূত্রে গারীব। আবু হাযিম (রাহঃ)-এর নাম হল সালামা ইবন দীনার আরাজ যাহিদ।
এ বিষয়ে আনাস ইবন মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত হয়েছে।
بَابُ مَنَاقِبِ سهل بن سعد رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قال: حَدَّثَنَا الفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قال: حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَحْفِرُ الخَنْدَقَ وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ وَيَمُرُّ بِنَا فَقَالَ: «اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشَ الْآخِرَهْ، فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ " وَأَبُو حَازِمٍ اسْمُهُ: سَلَمَةُ بْنُ دِينَارٍ الأَعْرَجُ الزَّاهِدُ قال: وفى الباب عن أنس بن مالك
হাদীস নং:৩৮৫৭
আন্তর্জাতিক নং: ৩৮৫৭
পরিচ্ছেদ : সাহল ইবন সা'দ (রাযিঃ)-এর ফযীলত
৩৮৫৭। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ
হে আল্লাহ! আখিরাতের জীবনই তো জীবন। তুমি সম্মানিত কর আনসার ও মুহাজিরদের । এ হাদীসটি হাসান-সাহীহ-গারীব ব ।
আনাস (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও র্ণিত আছে।
হে আল্লাহ! আখিরাতের জীবনই তো জীবন। তুমি সম্মানিত কর আনসার ও মুহাজিরদের । এ হাদীসটি হাসান-সাহীহ-গারীব ব ।
আনাস (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও র্ণিত আছে।
باب مناقب سهل بن سعد رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قال: حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشَ الْآخِرَهْ , فَأَكْرِمِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ