আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮৫৮
আন্তর্জাতিক নং: ৩৮৫৮
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কে যাঁরা দেখেছেন বা তাঁর সাহাবীগণকে যাঁরা দেখেছেন তাঁদের ফযীলত
৩৮৫৮। ইয়াহ্ইয়া ইবন হাবীব ইব্‌ন আরাবী বসরী (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী (ﷺ) -কে বলতে শুনেছি, যে মুসলিম ব্যক্তি আমাকে দেখেছে বা আমাকে যারা দেখেছে তাদের যে দেখেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।

বর্ণনাকারী তালহা (রাহঃ) বলেন : আমি (নবীজীর সাহাবী) জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখেছি। মুসা (রাহঃ) বলেন : আমি তালহা (রাহঃ)-কে দেখেছি। ইয়াহ্ইয়া (রাহঃ) বলেন : আমাকে মুসা (রাহঃ) বলেছেন : তুমি তো আমাকে দেখেছ । সুতরাং আমরা সবাই আল্লাহর (অনুগ্রহের) আশা করি ৷

হাদীসটি হাসান-গারীব। মুসা ইবন ইবরাহীম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না ।

আলী ইব্‌ন মাদীনী প্রমুখ (রাহঃ) হাদীসবিদও মুসা (রাহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন ।
بَابُ مَا جَاءَ فِي فَضْلِ مَنْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَحِبَهُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ الْبَصْرِيُّ قال: حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَآنِي أَوْ رَأَى مَنْ رَآنِي» قَالَ طَلْحَةُ: فَقَدْ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ وقَالَ مُوسَى: وَقَدْ رَأَيْتُ طَلْحَةَ قَالَ يَحْيَى: وَقَالَ لِيّ مُوسَى: وَقَدْ رَأَيْتُنِي وَنَحْنُ نَرْجُو اللَّهَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ الأَنْصَارِيِّ» وَرَوَى عَلِيُّ بْنُ المَدِينِيِّ، وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الحَدِيثِ عَنْ مُوسَى، هَذَا الحَدِيثَ
হাদীস নং:৩৮৫৯
আন্তর্জাতিক নং: ৩৮৫৯
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কে যাঁরা দেখেছেন বা তাঁর সাহাবীগণকে যাঁরা দেখেছেন তাঁদের ফযীলত
৩৮৫৯। হান্নাদ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ)
বলেছেন : সর্বোত্তম লোক হল আমার যুগের, এরপর হল তাদের অব্যবহিত পরবর্তীরা। এরপর হল তাদের
অব্যবহিত পরবর্তীরা। তারপর আসবে এমন এক সম্প্রদায় যাদের কসম হবে সাক্ষ্য প্রদানের আগে কিংবা
সাক্ষ্য হবে কসমের আগে ।

এ বিষয়ে উমার, ইমরান ইবন হুসায়ন এবং বুরায়দা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে । হাদীসটি হাসান-সাহীহ।
باب ما جاء في فضل من رأى النبي صلى الله عليه وسلم وصحبه
حَدَّثَنِي هَنَّادٌ قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ هُوَ السَّلْمَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَأْتِي قَوْمٌ بَعْدَ ذَلِكَ تَسْبِقُ أَيْمَانُهُمْ شَهَادَاتِهِمْ أَوْ شَهَادَاتُهُمْ أَيْمَانَهُمْ» وَفِي البَابِ عَنْ عُمَرَ، وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَبُرَيْدَةَ «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»