আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৮৫১
আন্তর্জাতিক নং: ৩৮৫১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ)-এর ফযীলত
৩৮৫১। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কাছে এলেন, তিনি তখন খচ্চর কিংবা তুর্কী ঘোড়ার উপর আরোহী ছিলেন না।
হাদীসটি সাহীহ।
হাদীসটি সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قال: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «جَاءَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِرَاكِبِ بَغْلٍ وَلَا بِرْذَوْنٍ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৮৫২
আন্তর্জাতিক নং: ৩৮৫২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ)-এর ফযীলত
৩৮৫২। ইবন আবু উমার (রাযিঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : লায়লাতুল বাঈর-এ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার জন্য পঁচিশবার ইস্তিগফার করেছিলেন। হাদীসটি হাসান-গারীব সাহীহ।
"লায়লাতুল বাঈর' অর্থ হল জাবির (রাযিঃ) থেকে অন্য সূত্রে বর্ণিত আছে যে, তিনি এক সফরে নবী (ﷺ) -এর সঙ্গে ছিলেন। তিনি সেই সফরে এক রাতে নবী (ﷺ) -এর কাছে তাঁর উষ্ট্রীটি বিক্রি করেন। তবে শর্ত করেন যে, মদীনা পর্যন্ত এতে তাঁর আরোহণের অধিকার থাকবে। জাবির (রাযিঃ) বলেন : যে রাতে আমি নবী -এর কাছে আমার উষ্ট্রীটি বিক্রি করেছিলাম, সেই রাতে তিনি আমার জন্য পঁচিশবার মাগফিরাতের দু'আ করেছিলেন। জাবির (রাযিঃ)-এর পিতা আব্দুল্লাহ ইবন আমর ইবন হারাম (রাযিঃ) উহুদ যুদ্ধের দিন শহীদ হয়েছিলেন। অনেকগুলো কন্যা তিনি রেখে গিয়েছিলেন। জাবির (রাযিঃ) তাদের লালন-পালন করতেন এবং খোরপোষের ব্যবস্থা করতেন। এ কারণে নবী (ﷺ) আর জাবির (রাযিঃ)-কে অযাচিত অনুগ্রহ করতেন এবং তাঁর প্রতি তিনি ছিলেন খুবই দয়ার্দ্র। জাবির (রাযিঃ) থেকে বর্ণিত একটি হাদীছেও এরূপ বিষয় বর্ণিত আছে।
"লায়লাতুল বাঈর' অর্থ হল জাবির (রাযিঃ) থেকে অন্য সূত্রে বর্ণিত আছে যে, তিনি এক সফরে নবী (ﷺ) -এর সঙ্গে ছিলেন। তিনি সেই সফরে এক রাতে নবী (ﷺ) -এর কাছে তাঁর উষ্ট্রীটি বিক্রি করেন। তবে শর্ত করেন যে, মদীনা পর্যন্ত এতে তাঁর আরোহণের অধিকার থাকবে। জাবির (রাযিঃ) বলেন : যে রাতে আমি নবী -এর কাছে আমার উষ্ট্রীটি বিক্রি করেছিলাম, সেই রাতে তিনি আমার জন্য পঁচিশবার মাগফিরাতের দু'আ করেছিলেন। জাবির (রাযিঃ)-এর পিতা আব্দুল্লাহ ইবন আমর ইবন হারাম (রাযিঃ) উহুদ যুদ্ধের দিন শহীদ হয়েছিলেন। অনেকগুলো কন্যা তিনি রেখে গিয়েছিলেন। জাবির (রাযিঃ) তাদের লালন-পালন করতেন এবং খোরপোষের ব্যবস্থা করতেন। এ কারণে নবী (ﷺ) আর জাবির (রাযিঃ)-কে অযাচিত অনুগ্রহ করতেন এবং তাঁর প্রতি তিনি ছিলেন খুবই দয়ার্দ্র। জাবির (রাযিঃ) থেকে বর্ণিত একটি হাদীছেও এরূপ বিষয় বর্ণিত আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب جابر بن عبد الله رضي الله عنهما
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قال: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «اسْتَغْفَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ البَعِيرِ خَمْسًا وَعِشْرِينَ مَرَّةً»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ» وَمَعْنَى قَوْلِهِ: لَيْلَةَ البَعِيرِ مَا رُوِيَ عَنْ جَابِرٍ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَبَاعَ بَعِيرَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاشْتَرَطَ ظَهْرَهُ إِلَى المَدِينَةِ، يَقُولُ جَابِرٌ لَيْلَةَ بِعْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ البَعِيرَ اسْتَغْفَرَ لِي خَمْسًا وَعِشْرِينَ مَرَّةً، وَكَانَ جَابِرٌ قَدْ قُتِلَ أَبُوهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ بَنَاتٍ، فَكَانَ جَابِرٌ يَعُولُهُنَّ وَيُنْفِقُ عَلَيْهِنَّ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبَرُّ جَابِرًا وَيَرْحَمُهُ لِسَبَبِ ذَلِكَ، هَكَذَا رُوِيَ فِي حَدِيثٍ عَنْ جَابِرٍ نَحْوَ هَذَا
তাহকীক: