আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৫৩
আন্তর্জাতিক নং: ৩৮৫৩
পরিচ্ছেদঃ মুসআব ইবন উমায়র (রাযিঃ)-এর ফযীলত
৩৮৫৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... খাব্বাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা কেবল আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির উদ্দেশ্যেই নবী (ﷺ) এর সঙ্গে (মদীনায় হিজরত করি। আমাদের প্রতিদান আল্লাহর কাছে সুপ্রতিষ্ঠিত। আমাদের মধ্যে কেউ কেউ এমন, যারা স্বীয় প্রতিদানের কিছুই দুনিয়াতে ভোগ করেন নি। আর আমাদের মাঝে কেউ কেউ তো এমন, যার ফসল হয়েছে পরিপক্ক আর পৃথিবীতেই তা কুড়িয়ে ভোগ করেছেন।
মুসআব (রাযিঃ) যখন (উহুদে) শহীদ হলেন সেদিন একটা কাপড় ছাড়া আর কোন সম্পদ তিনি রেখে যাননি। এ কাপড়টিতেই তাকে কাফন দেওয়ার সময় মাথা ঢাকলে পা বের হয়ে যেত আর তাঁর দুই পা ঢাকলে মাথা বের হয়ে যেত। শেষে রাসূলুল্লাহ্ বললেন : এটি দিয়ে তার মাথা ঢেকে দাও আর পা ঢাক ইযখির ঘাস দিয়ে।
হাদীসটি হাসান-সাহীহ।
হান্নাদ (রাযিঃ)... খাব্বাব ইবন আরাত (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে।
মুসআব (রাযিঃ) যখন (উহুদে) শহীদ হলেন সেদিন একটা কাপড় ছাড়া আর কোন সম্পদ তিনি রেখে যাননি। এ কাপড়টিতেই তাকে কাফন দেওয়ার সময় মাথা ঢাকলে পা বের হয়ে যেত আর তাঁর দুই পা ঢাকলে মাথা বের হয়ে যেত। শেষে রাসূলুল্লাহ্ বললেন : এটি দিয়ে তার মাথা ঢেকে দাও আর পা ঢাক ইযখির ঘাস দিয়ে।
হাদীসটি হাসান-সাহীহ।
হান্নাদ (রাযিঃ)... খাব্বাব ইবন আরাত (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে।
بَابُ مَنَاقِبِ مُصْعَبِ بْنِ عُمَيْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ خَبَّابٍ، قَالَ: هَاجَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبْتَغِي وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَاتَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهُوَ يَهْدِبُهَا، وَإِنَّ مُصْعَبَ بْنَ عُمَيْرٍ مَاتَ وَلَمْ يَتْرُكْ إِلَّا ثَوْبًا، كَانُوا إِذَا غَطَّوْا بِهِ رَأْسَهُ خَرَجَتْ رِجْلَاهُ، وَإِذَا غَطَّوْا بِهِ رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «غَطُّوا رَأْسَهُ وَاجْعَلُوا عَلَى رِجْلَيْهِ الإِذْخِرَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» حَدَّثَنَا هَنَّادٌ قال: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ شَقِيقِ بْنِ سَلَمَةَ عَنْ خَبَّابِ بْنِ الأَرَتِّ، نَحْوَهُ