আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮৫০
আন্তর্জাতিক নং: ৩৮৫০
পরিচ্ছেদঃ কায়স ইবন সা'দ ইবন উবাদা (রাযিঃ)-এর ফজীলত
৩৮৫০। মুহাম্মাদ ইব্‌ন মারযূক বসরী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : শাসকদের সূত্রে যেমন থাকে পুলিশ কর্মকর্তা, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর জন্য সেই পর্যায়ে ছিলেন কায়স ইবন সা'দ (রাযিঃ)। আনসারী (রাহঃ) বলেন : অর্থাৎ তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নির্দেশাবলী কার্যকরী করার দায়িত্ব পালন করতেন।

হাদীসটি হাসান-গারীব। আনসারী (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আনসারী (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। কিন্তু এতে আনসারী (রাহঃ)-এর উক্ত মন্তব্যের উল্লেখ নেই।
بَابُ مَنَاقِبِ قَيْسِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ البَصْرِيُّ قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ قال: حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ قَيْسُ بْنُ سَعْدٍ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْزِلَةِ صَاحِبِ الشُّرَطِ مِنَ الأَمِيرِ» قَالَ الأَنْصَارِيُّ: يَعْنِي مِمَّا يَلِي مِنْ أُمُورِهِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الأَنْصَارِيِّ» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ قَوْلَ الأَنْصَارِيِّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান