আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৮৪২
আন্তর্জাতিক নং: ৩৮৪২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মু'আবিয়া ইব্‌ন আবু সুফয়ান (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৪২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... রাসূলুল্লাহ্ (ﷺ) এর অন্যতম সাহাবী আব্দুর রহমান ইবন আবু উমায়র (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন মু'আবিয়া (রাযিঃ)-কে লক্ষ্য করে বলেছিলেন : হে আল্লাহ্! তুমি তাকে সত্যপথ প্রদর্শক, সত্যপথপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে তুমি অন্যদেরও হেদায়াত কর। হাদীসটি হাসান-গারীব।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ العَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عُمَيْرَةَ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ: «اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
হাদীস নং: ৩৮৪৩
আন্তর্জাতিক নং: ৩৮৪৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মু'আবিয়া ইব্‌ন আবু সুফয়ান (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৪৩। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আবু ইদরীস খাওলানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) যখন হিমস-এর দায়িত্ব থেকে উমায়র ইবন সা'দ (রাযিঃ)-কে অপসারিত করেন তখন তিনি মুআবিয়া (রাযিঃ)-কে সেখানকার প্রশাসক নিয়োগ করেন। লোকেরা বলাবলি করতে লাগল : উমায়রকে অপসারিত করা হল আর মুআবিয়াকে ওয়ালী বানান হয়। উমায়র (রাযিঃ) তখন বললেন : তোমরা ভাল ছাড়া মু'আবিয়ার অন্য কোন ধরনের আলোচনা করবে না। কারণ, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনছি ঃ হে আল্লাহ্! তুমি এর (মু'আবিয়ার) মাধ্যমে মানুষকে হেদায়াত করো। হাদীসটি গারীব। রাবী বলেনঃ আমর ইবন ওয়াকিদ বর্ণনায় দুর্বল।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب معاوية بن أبي سفيان رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ قال: حَدَّثَنَا عَمْرُو بْنُ وَاقِدٍ، عَنْ يُونُسَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلَانِيِّ، قَالَ: لَمَّا عَزَلَ عُمَرُ بْنُ الخَطَّابِ عُمَيْرَ بْنَ سَعْدٍ عَنْ حِمْصَ وَلَّى مُعَاوِيَةَ، فَقَالَ النَّاسُ: عَزَلَ عُمَيْرًا وَوَلَّى مُعَاوِيَةَ، فَقَالَ عُمَيْرٌ: لَا تَذْكُرُوا مُعَاوِيَةَ إِلَّا بِخَيْرٍ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اهْدِ بِهِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَعَمْرُو بْنُ وَاقِدٍ يُضَعَّفُ