আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৮৪৪
আন্তর্জাতিক নং: ৩৮৪৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আমর ইবনুল আস (রাযিঃ)-এর ফযীলত
৩৮৪৪। কুতায়বা (রাহঃ)... উকবা ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : লোকেরা তো আনুগত্য স্বীকার করেছে আর আমর ইবনুল আস ঈমান এনেছে। হাদীসটি গারীব। ইব্ন লাহীআ-মিশরাহ (রাহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। এর সনদও নির্ভরযোগ্য নয়।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ عَمْرِو بْنِ العَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمَ النَّاسُ وَآمَنَ عَمْرُو بْنُ العَاصِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ عَنْ مِشْرَحٍ، وَلَيْسَ إِسْنَادُهُ بِالقَوِيِّ»
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৮৪৫
আন্তর্জাতিক নং: ৩৮৪৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আমর ইবনুল আস (রাযিঃ)-এর ফযীলত
৩৮৪৫। ইসহাক ইবন মনসুর (রাহঃ)... তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি যে, আমর ইবনুল আস কুরায়শ গোত্রের নেক লোকদের একজন। কেবল নাফি' ইবন উমার আল-জুমাহী (রাহঃ)-এর রিওয়ায়াতেই এ হাদীসটি সম্পর্কে আমরা জানি । নাফি (রাহঃ) আস্থাযোগ্য। হাদীসটির সনদ মুত্তাসিল নয়। ইবন আবু মুলায়কা (রাহঃ) তালহা (রাযিঃ)-এর সাক্ষাত পান নি ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب عمرو بن العاص رضي الله عنه
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قال: أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ الجُمَحِيِّ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ عَمْرَو بْنَ العَاصِ مِنْ صَالِحِي قُرَيْشٍ»: «هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ نَافِعِ بْنِ عُمَرَ الجُمَحِيِّ» وَنَافِعٌ ثِقَةٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ، ابْنُ أَبِي مُلَيْكَةَ لَمْ يُدْرِكْ طَلْحَةَ
তাহকীক: