আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
হাদীস নং: ৩৮৩৪
আন্তর্জাতিক নং: ৩৮৩৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৪। মুহাম্মাদ ইব্ন উমার ইবন আলী মুকাদ্দমী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে এলাম। আমার কাপড়টি তাঁর কাছে প্রসারিত করলাম। এরপর তিনি সেটি নিয়ে আমার কলবের উপর চেপে ধরলেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ এরপর আমি কিছুই ভুলিনি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ المُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ أَبِي الرَّبِيعِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَسَطْتُ ثَوْبِي عِنْدَهُ، ثُمَّ أَخَذَهُ فَجَمَعَهُ عَلَى قَلْبِي، فَمَا نَسِيتُ بَعْدَهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৫
আন্তর্জাতিক নং: ৩৮৩৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৫। আবু মুসা মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন রাসূলুল্লাহ (ﷺ) কে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার নিকট থেকে তো অনেক বিষয় শুনি কিন্তু তা স্মরণ রাখতে পারি না। তিনি বললেনঃ তোমার চাদরটি প্রসারিত কর। আমি সেটি প্রসারিত করলাম। এরপর তিনি অনেক হাদীস বর্ণনা করেছেন। তিনি যে সব হাদীস বর্ণনা করেছেন আমি তার কোনটিই ভুলিনি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَسْمَعُ مِنْكَ أَشْيَاءَ فَلَا أَحْفَظُهَا، قَالَ: «ابْسُطْ رِدَاءَكَ» فَبَسَطْتُ، فَحَدَّثَ حَدِيثًا كَثِيرًا، فَمَا نَسِيتُ شَيْئًا حَدَّثَنِي بِهِ «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ»
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৬
আন্তর্জাতিক নং: ৩৮৩৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৬। আহমদ ইবনে মানী (রাহঃ)... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, একদিন তিনি আবু হুরায়রা (রাযিঃ) কে লক্ষ্য করে বলেছিলেনঃ হে আবু হুরায়রা! আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আমাদের তুলনায় বেশী থাকতেন এবং তাঁর হাদীছের ক্ষেত্রেও আপনি আমাদের তুলনায় অধিক সংরক্ষণকারী।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ الوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: لِأَبِي هُرَيْرَةَ: «يَا أَبَا هُرَيْرَةَ أَنْتَ كُنْتَ أَلْزَمَنَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَحْفَظَنَا لِحَدِيثِهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৭
আন্তর্জাতিক নং: ৩৮৩৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৭। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ)... মালিক ইবনে আবু আমির (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : এক ব্যক্তি তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ)-এর কাছে এল। বলল: হে আবু মুহাম্মাদ। এ ইয়ামানী ব্যক্তিটিকে অর্থাৎ আবু হুরায়রা (রাযিঃ)-কে লক্ষ্য করেছেন। তিনি আপনাদের তুলনায় রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস সম্পর্ক বেশী জানেন নাকি? আমরা তাঁর নিকট থেকে এমন অনেক কিছু শুনি যা আপনাদের নিকট থেকে শুনতে পাই না। নাকি রাসূলুল্লাহ (ﷺ) যা বলেন নি তা তার উপর আরোপ করে তিনি বলে থাকেন?
তালহা (রাযিঃ) বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনিনি তা তাঁর শোনার বিষয়ে কথা হল এই যে, তিনি ছিলেন দরিদ্র। তাঁর কিছুই ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) এর মেহমান হিসাবে থাকতেন তিনি। রাসূলুল্লাহ (ﷺ) -এর হাতে হাত মিলিয়ে থাকতেন। পক্ষান্তরে আমাদের ছিল ঘর-সংসার ও সম্পদ। আমরা কেবল দিনের দুই প্রান্তে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে আসতাম। সুতরাং এতে আমার কোন সন্দেহ নেই যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন কিছু শুনেছেন যা আমরা শুনিনি। যার মধ্যে সামান্য ঈমান রয়েছে, তাকে তুমি পাবে না যে, রাসূলুল্লাহ (ﷺ) এর উপর এমন কিছু আরোপ করে যা তিনি বলেন নি।
তালহা (রাযিঃ) বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনিনি তা তাঁর শোনার বিষয়ে কথা হল এই যে, তিনি ছিলেন দরিদ্র। তাঁর কিছুই ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) এর মেহমান হিসাবে থাকতেন তিনি। রাসূলুল্লাহ (ﷺ) -এর হাতে হাত মিলিয়ে থাকতেন। পক্ষান্তরে আমাদের ছিল ঘর-সংসার ও সম্পদ। আমরা কেবল দিনের দুই প্রান্তে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে আসতাম। সুতরাং এতে আমার কোন সন্দেহ নেই যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন কিছু শুনেছেন যা আমরা শুনিনি। যার মধ্যে সামান্য ঈমান রয়েছে, তাকে তুমি পাবে না যে, রাসূলুল্লাহ (ﷺ) এর উপর এমন কিছু আরোপ করে যা তিনি বলেন নি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، فَقَالَ يَا أَبَا مُحَمَّدٍ أَرَأَيْتَ هَذَا اليَمَانِيَّ - يَعْنِي أَبَا هُرَيْرَةَ - أَهُوَ أَعْلَمُ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْكُمْ؟ نَسْمَعُ مِنْهُ مَا لَا نَسْمَعُ مِنْكُمْ، أَوْ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ. قَالَ: «أَمَّا أَنْ يَكُونَ سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ نَسْمَعْ عَنْهُ، وَذَاكَ أَنَّهُ كَانَ مِسْكِينًا لَا شَيْءَ لَهُ ضَيْفًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَدُهُ مَعَ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنَّا نَحْنُ أَهْلَ بُيُوتَاتٍ وَغِنًى، وَكُنَّا نَأْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَفَيِ النَّهَارِ، لَا أَشُكُّ إِلَّا أَنَّهُ سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ نَسْمَعْ، وَلَا تَجِدُ أَحَدًا فِيهِ خَيْرٌ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ " وَقَدْ رَوَاهُ يُونُسُ بْنُ بُكَيْرٍ، وَغَيْرُهُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৮
আন্তর্জাতিক নং: ৩৮৩৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৮। বিশর ইবন আদাম ইবন ইবনাতি আযহার আস-সাম্মান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন তুমি কোন গোত্রের? আমি বললাম : দাওস গোত্রের।
তিনি বললেনঃ দাওসের মধ্যে কেউ কল্যাণকর আছে বলে আমার ধারণা ছিল না।
তিনি বললেনঃ দাওসের মধ্যে কেউ কল্যাণকর আছে বলে আমার ধারণা ছিল না।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنِ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: حَدَّثَنَا أَبُو خَلْدَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو العَالِيَةِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِمَّنْ أَنْتَ»؟ قَالَ: قُلْتُ: مِنْ دَوْسٍ. قَالَ: «مَا كُنْتُ أَرَى أَنَّ فِي دَوْسٍ أَحَدًا فِيهِ خَيْرٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ» وَأَبُو خَلْدَةَ اسْمُهُ: خَالِدُ بْنُ دِينَارٍ " وَأَبُو العَالِيَةِ اسْمُهُ: رُفَيْعٌ
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৯
আন্তর্জাতিক নং: ৩৮৩৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৯। ইমরান ইবন মুসা কাযযায (রাহঃ)... আবু হুরায়রা (যা) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার নবী (ﷺ) -এর কাছে কিছু শুকনা খেজুর নিয়ে হাযির হলাম। বললাম: ইয়া বাসুলাল্লাহ্। এগুলোকে বরকতের জন্য দু'আ করুন।
তিনি এগুলো হাতে নিলেন এবং আমার জন্য এগুলোতে বরকতের দু'আ করলেন। এরপর আমাকে বললেন। এগুলো নাও। তোমার এই খণিতে এগুলো রাখবে। যখন তা থেকে কিছু নিতে ইচ্ছা করবে, থলির ভিতরে তোমার হাত ঢুকিয়ে তা তুলে আনবে। এটিকে উল্টিয়ে ঝেড়ে বের করবে না। আবু হুরায়রা (রাযিঃ) বলেন। আমি এই খেজুরগুলো থেকে এত এত ওয়াসাক খেজুর আল্লাহর রাস্তায় দান করেছি। আমরা তা থেকে নিয়ে নিজেরা আহার করতাম অন্যদেরও আহার করাতাম। এই থলিটি আমি আমার কোমরবন্দ থেকে কখনও আলাদা করতাম না। শেষে উছমান (রাযিঃ)-এর শহীদ হওয়ার দিন সেটি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তিনি এগুলো হাতে নিলেন এবং আমার জন্য এগুলোতে বরকতের দু'আ করলেন। এরপর আমাকে বললেন। এগুলো নাও। তোমার এই খণিতে এগুলো রাখবে। যখন তা থেকে কিছু নিতে ইচ্ছা করবে, থলির ভিতরে তোমার হাত ঢুকিয়ে তা তুলে আনবে। এটিকে উল্টিয়ে ঝেড়ে বের করবে না। আবু হুরায়রা (রাযিঃ) বলেন। আমি এই খেজুরগুলো থেকে এত এত ওয়াসাক খেজুর আল্লাহর রাস্তায় দান করেছি। আমরা তা থেকে নিয়ে নিজেরা আহার করতাম অন্যদেরও আহার করাতাম। এই থলিটি আমি আমার কোমরবন্দ থেকে কখনও আলাদা করতাম না। শেষে উছমান (রাযিঃ)-এর শহীদ হওয়ার দিন সেটি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى القَزَّازُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا المُهَاجِرُ، عَنْ أَبِي العَالِيَةِ الرِّيَاحِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالبَرَكَةِ. فَقَالَ لِي: " خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا، أَوْ فِي هَذَا المِزْوَدِ، كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ فِيهِ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا، فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ، فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ عَنْ أَبِي هُرَيْرَةَ»
তাহকীক:
হাদীস নং: ৩৮৪০
আন্তর্জাতিক নং: ৩৮৪০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৪০। আহমাদ ইবন সাঈদ মুরাবিতী (রাহঃ).....আব্দুল্লাহ ইবন রাফি (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলেছিলাম আপনার আবু হুরায়রা কুনিয়াত হল কিভাবে? তিনি বললেন : তুমি আমাকে ভয় পাও না?
আমি বললাম : অবশ্য, আল্লাহর কসম, আপনাকে আমি ভয় করি।
তিনি বললেন : আমি আমার পরিবারের বকরী চরাতাম। আমার একটা ছোট্ট বাচ্চা বিড়াল (হিররা) ছিল। রাতে এটিকে কোন গাছে রেখে দিতাম। দিনে সেটি আমার সাথে নিয়ে যেতাম। এটিকে নিয়ে আমি খেলা করতাম। এতে তারা আবু হুরায়রা (বিড়াল ছানার বাপ) বলে আমার কুনিয়াত দেয়। হাদীসটি হাসান-গারীব
আমি বললাম : অবশ্য, আল্লাহর কসম, আপনাকে আমি ভয় করি।
তিনি বললেন : আমি আমার পরিবারের বকরী চরাতাম। আমার একটা ছোট্ট বাচ্চা বিড়াল (হিররা) ছিল। রাতে এটিকে কোন গাছে রেখে দিতাম। দিনে সেটি আমার সাথে নিয়ে যেতাম। এটিকে নিয়ে আমি খেলা করতাম। এতে তারা আবু হুরায়রা (বিড়াল ছানার বাপ) বলে আমার কুনিয়াত দেয়। হাদীসটি হাসান-গারীব
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ المُرَابِطِيُّ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، قَالَ: قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ، لِمَ كُنِّيتَ أَبَا هُرَيْرَةَ؟ قَالَ أَمَا تَفْرَقُ مِنِّي؟ قُلْتُ: بَلَى وَاللَّهِ إِنِّي لَأَهَابُكَ. قَالَ: «كُنْتُ أَرْعَى غَنَمَ أَهْلِي، فَكَانَتْ لِي هُرَيْرَةٌ صَغِيرَةٌ فَكُنْتُ أَضَعُهَا بِاللَّيْلِ فِي شَجَرَةٍ، فَإِذَا كَانَ النَّهَارُ ذَهَبْتُ بِهَا مَعِي فَلَعِبْتُ بِهَا فَكَنَّوْنِي أَبَا هُرَيْرَةَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৮৪১
আন্তর্জাতিক নং: ৩৮৪১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৪১। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আমার চেয়ে অধিক আর কেউ নেই। তবে আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ)-এর কথা স্বতন্ত্র। কারণ তিনি তা লিখতেন, আমি লিখতাম না।
হাদীসটি হাসান-সাহীহ।
হাদীসটি হাসান-সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «لَيْسَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَكُنْتُ لَا أَكْتُبُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
তাহকীক: