আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮২৭
আন্তর্জাতিক নং: ৩৮২৭
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮২৭। কুতায়বা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) পথ অতিক্রম করে যাচ্ছিলেন, আমার মা উম্মে সুলায়ম তাঁর আওয়াজ শুনে এলেন। বললেন আমার পিতামাতা আপনার প্রতি কুরবান, ইয়া রাসূলাল্লাহ্। এই যে, ছোট্ট আনাস। আনাস (রাযিঃ) বলেন তখন আমার জন্য তিনটি দু'আ করেন। দুনিয়াতে এর দুটোর বাস্তবায়ন তো আমি দেখেছি আর আখিরাতে তৃতীয়টির আশা করি।
بَابُ مَنَاقِبِ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ الجَعْدِ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ صَوْتَهُ، فَقَالَتْ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، أُنَيْسٌ. قَالَ: «فَدَعَا لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ دَعَوَاتٍ، قَدْ رَأَيْتُ مِنْهُنَّ اثْنَتَيْنِ فِي الدُّنْيَا، وَأَنَا أَرْجُو الثَّالِثَةَ فِي الآخِرَةِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮২৮
আন্তর্জাতিক নং: ৩৮২৮
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮২৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অনেক সময় আমাকে বলতেন: ইয়া যাল উযনায়ন (হে দ্বিকর্ণ বিশিষ্ট)। আবু উসামা (রাহঃ) বলেন নবী (ﷺ) কৌতুক করে তা বলতেন।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَنَسٍ، قَالَ: رُبَّمَا قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا ذَا الأُذُنَيْنِ». قَالَ أَبُو أُسَامَةَ: يَعْنِي يُمَازِحُهُ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮২৯
আন্তর্জাতিক নং: ৩৮২৯
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮২৯। মুহাম্মাদ ইবন বাদশার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, উম্ম সুলায়ম (রাযিঃ) একদিন বললেন । ইয়া রাসূলাল্লাহ! আনাস ইবন মালিক (রাযিঃ) তো আপনার খাদেম। এর জন্য আল্লাহর কাছে দুআ করুন।
নবী (ﷺ) তখন দু'আ করলেন। হে আল্লাহ। এর অর্থ-সম্পদ এবং সন্তান-সন্ততি বাড়িয়ে দিন। আর তাকে যা দিয়েছেন তাতে বরকত দিন।
নবী (ﷺ) তখন দু'আ করলেন। হে আল্লাহ। এর অর্থ-সম্পদ এবং সন্তান-সন্ততি বাড়িয়ে দিন। আর তাকে যা দিয়েছেন তাতে বরকত দিন।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُمِّ سُلَيْمٍ، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَنَسٌ خَادِمُكَ ادْعُ اللَّهَ لَهُ. قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮৩০
আন্তর্জাতিক নং: ৩৮৩০
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩০। যায়দ ইবন আখযাম আত-তাঈ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আনাজ কুঁড়িয়ে আনতাম। সে অনুসারে রাসূলুল্লাহ (ﷺ) আমার কুনিয়াত (আবু হামযা) রাখেন। হাদীসটি গারীর। জাবির আল-জু'ফী-আবু নসর (রাহঃ)-এর বরাতে বর্ণিত হাদীস হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
আবু নসর (রাহঃ) হলেন খায়ছামা ইবন আবু থায়ছামা আল-বসরী। তিনি আনাস (রাযিঃ)-এর বরাতে বহু হাদীস বর্ণনা করেছেন।
আবু নসর (রাহঃ) হলেন খায়ছামা ইবন আবু থায়ছামা আল-বসরী। তিনি আনাস (রাযিঃ)-এর বরাতে বহু হাদীস বর্ণনা করেছেন।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي نَصْرٍ، عَنْ أَنَسٍ قَالَ: «كَنَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَقْلَةٍ كُنْتُ أَجْتَنِيهَا»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ جَابِرٍ الجُعْفِيِّ عَنْ أَبِي نَصْرٍ» وَأَبُو نَصْرٍ هُوَ: خَيْثَمَةُ بْنُ أَبِي خَيْثَمَةَ البَصْرِيُّ رَوَى عَنْ أَنَسٍ أَحَادِيثَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮৩১
আন্তর্জাতিক নং: ৩৮৩১
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩১। ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ)... ছাবিত আল-বুনানী (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আনাস ইবন মালিক (রাযিঃ) আমাকে বললেনঃ হে ছাবিত। আমার নিকট থেকে (কুরআন ও সুন্নাহর) জ্ঞান লাভ কর। কারণ, আমার চেয়ে বেশী নির্ভরযোগ্য আর কারো নিকট থেকে জ্ঞান আহরণের সুযোগ তুমি পাবে না। আমি তো আহরণ করেছি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে, রাসূলুল্লাহ (ﷺ) তা লাভ করেছেন জিবরীল (আ) থেকে আর জিবরীল তা লাভ করেছেন আল্লাহ তা'আলার নিকট থেকে।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: حَدَّثَنَا مَيْمُونٌ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ: قَالَ لِي أَنَسُ بْنُ مَالِكٍ، «يَا ثَابِتُ خُذْ عَنِّي فَإِنَّكَ لَنْ تَأْخُذَ عَنْ أَحَدٍ أَوْثَقَ مِنِّي، إِنِّي أَخَذْتُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيلَ، وَأَخَذَهُ جِبْرِيلُ عَنِ اللَّهِ تَعَالَى» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ حُبَابٍ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮৩২
আন্তর্জাতিক নং: ৩৮৩২
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩২। আবু কুরায়ব (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে ইবরাহীম ইবন ইয়াকূব (রাহঃ)-এর অনুরূপ বর্ণিত আছে । কিন্তু এতে নবী (ﷺ) তা লাভ করেছেন জিবরীল থেকে – এ বাক্যটির উল্লেখ নেই।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مَيْمُونٍ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، نَحْوَ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ يَعْقُوبَ، وَلَمْ يَذْكُرْ فِيهِ وَأَخَذَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيلَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮৩৩
আন্তর্জাতিক নং: ৩৮৩৩
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আবু খালদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবুল আলিয়া (রাহঃ)-কে বললামঃ আনাস (রাযিঃ) কি নবী (ﷺ) থেকে কিছু শুনেছেন?
তিনি বললেনঃ তিনি দশ বছর নবীজী (ﷺ) খেদমত করেছেন আর নবী (ﷺ) তাঁর জন্য দু'আ করেছেন। ফলে আনাস (রাযিঃ)-এর একটি বাগান ছিল। বছরে সেটাতে দু'বার ফল ধরত। এতে একটি রায়হান পুষ্প বৃক্ষ ছিল। এটি থেকে মিশকে আম্বরের গন্ধ পাওয়া যেত।
তিনি বললেনঃ তিনি দশ বছর নবীজী (ﷺ) খেদমত করেছেন আর নবী (ﷺ) তাঁর জন্য দু'আ করেছেন। ফলে আনাস (রাযিঃ)-এর একটি বাগান ছিল। বছরে সেটাতে দু'বার ফল ধরত। এতে একটি রায়হান পুষ্প বৃক্ষ ছিল। এটি থেকে মিশকে আম্বরের গন্ধ পাওয়া যেত।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ أَبِي خَلْدَةَ، قَالَ: قُلْتُ لِأَبِي العَالِيَةِ، سَمِعَ أَنَسٌ، مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَدَمَهُ عَشْرَ سِنِينَ وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ لَهُ بُسْتَانٌ يَحْمِلُ فِي السَّنَةِ الفَاكِهَةَ مَرَّتَيْنِ، وَكَانَ فِيهَا رَيْحَانٌ يَجِدُ مِنْهُ رِيحَ الْمِسْكِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ " وَأَبُو خَلْدَةَ اسْمُهُ خَالِدُ بْنُ دِينَارٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ وَقَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَرَوَى عَنْهُ

তাহকীক:
তাহকীক চলমান