আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮১২
আন্তর্জাতিক নং: ৩৮১২
পরিচ্ছেদ : হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৮১২। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ) হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ সাহাবীগণ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্। কাউকে যদি আপনার খলীফা বানিয়ে যেতেন। নবী (ﷺ) বললেন আমি যদি তোমাদের উপর কাউকে খলীফা নিযুক্ত করি আর তোমরা তার অবাধ্যতা কর তবে তো আযাবে নিপতিত হবে। বরং তোমরা হুযায়ফা যা বলবে, তা সত্য বলে বিশ্বাস করবে।
আব্দুল্লাহ (ইবন মাসউদ) যেভাবে তিলাওয়াত করবে তোমরাও সে তিলাওয়াত গ্রহণ করবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ) বলেন, আমি ইসহাক ইবন ঈসা (রাহঃ)- কে বললাম : লোকেরা বলে এ হাদীসটি আবু ওয়াইল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বললেন : না, বরং এটি আল্লাহ চাহেন ত যাযান (রাহঃ) থেকে বর্ণিত।
আব্দুল্লাহ (ইবন মাসউদ) যেভাবে তিলাওয়াত করবে তোমরাও সে তিলাওয়াত গ্রহণ করবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ) বলেন, আমি ইসহাক ইবন ঈসা (রাহঃ)- কে বললাম : লোকেরা বলে এ হাদীসটি আবু ওয়াইল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বললেন : না, বরং এটি আল্লাহ চাহেন ত যাযান (রাহঃ) থেকে বর্ণিত।
بَابُ مَنَاقِبِ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي اليَقْظَانِ، عَنْ زَاذَانَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ لَوْ اسْتَخْلَفْتَ. قَالَ: «إِنْ أَسْتَخْلِفْ عَلَيْكُمْ فَعَصَيْتُمُوهُ عُذِّبْتُمْ، وَلَكِنْ مَا حَدَّثَكُمْ حُذَيْفَةُ فَصَدِّقُوهُ، وَمَا أَقْرَأَكُمْ عَبْدُ اللَّهِ فَاقْرَءُوهُ» قَالَ عَبْدُ اللَّهِ: فَقُلْتُ لِإِسْحَاقَ بْنِ عِيسَى: يَقُولُونَ هَذَا عَنْ أَبِي وَائِلٍ. قَالَ: لَا، عَنْ زَاذَانَ إِنْ شَاءَ اللَّهُ " هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَهُوَ حَدِيثُ شَرِيكٍ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: