আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৮১৩
আন্তর্জাতিক নং: ৩৮১৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ যায়দ ইবন হারিছা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১৩। সুফইয়ান ইন ওয়াকী (রাহঃ)... উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি উসামা (রাযিঃ)-এর ক্ষেত্রে সাড়ে তিন হাজার দিরহাম করে এবং আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ)-এর ক্ষেত্রে তিন হাজার দিরহাম করে ভাতা নির্ধারণ করেছিলেন। আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) তাঁর পিতা (উমার) -কে বললেন : আপনি উসামাকে আমার উপর প্রাধান্য দিলেন। আল্লাহর কসম। তিনি কোন অভিযানেই আমার চাইতে এগিয়ে থাকতে পারেননি।

উমার (রাযিঃ) বললেন : কারণ, (তার পিতা) যায়দ তোমার পিতা থেকে রাসূলুল্লাহ (ﷺ) -এর অধিক প্রিয়পাত্র ছিলেন আর উসামাও তোমার তুলনায় রাসূলুল্লাহ (ﷺ) এর অধিক প্রিয়পাত্র ছিল। তাই রাসূলুল্লাহ (ﷺ) এর প্রিয়পাত্রকে আমার ভালবাসার উপর প্রাধান্য দিয়েছি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ زَيْدِ بْنِ حَارِثَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّهُ فَرَضَ لِأُسَامَةَ بْنِ زَيْدٍ فِي ثَلَاثَةِ آلَافٍ وَخَمْسِ مِائَةٍ، وَفَرَضَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي ثَلَاثَةِ آلَافٍ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لِأَبِيهِ: لِمَ فَضَّلْتَ أُسَامَةَ عَلَيَّ؟ فَوَاللَّهِ مَا سَبَقَنِي إِلَى مَشْهَدٍ. قَالَ: «لِأَنَّ زَيْدًا كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَبِيكَ، وَكَانَ أُسَامَةُ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ مِنْكَ، فَآثَرْتُ حُبَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حُبِّي» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
হাদীস নং: ৩৮১৪
আন্তর্জাতিক নং: ৩৮১৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ যায়দ ইবন হারিছা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১৪। কুতায়বা (রাহঃ)... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ “তোমরা (পালক পুত্রদেরকে) তাদের পিতৃ পরিচয়ে ডাকবে” (সূরা আহযাব ৩৩ : ৫) আয়াতটি নাযিল না হওয়া পর্যন্ত আমরা যায়দ ইবন হারিছা (রাযিঃ)-কে মুহাম্মাদ পুত্র যায়দ বলে ডাকতাম।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب زيد بن حارثة رضي الله عنه
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: " مَا كُنَّا نَدْعُو زَيْدَ بْنَ حَارِثَةَ إِلَّا زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَتْ {ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ} [الأحزاب: 5] هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
হাদীস নং: ৩৮১৫
আন্তর্জাতিক নং: ৩৮১৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ যায়দ ইবন হারিছা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১৫। জাররাহ ইবন মাখলাদ বসরী প্রমুখ (রাহঃ)... যায়দ (রাযিঃ)-এর ভাই জাবালা ইবন হারিছা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললাম আমার ভাই যায়দকে আমার সঙ্গে (নিজ পরিবারে) যেতে দিন।

তিনি বললেন : এই তো সে আছে। তোমার সঙ্গে যদি যেতে চায় তবে আমি তাকে বাধা দেব না।

যায়দ (রাযিঃ) বলেন ইয়া রাসূলাল্লাহ আল্লাহর কসম! আমি আপনাকে ছেড়ে আর কাউকে গ্রহণ করব না।
জবালা (রাযিঃ) বলেন। পরে দেখলাম, আমার ভাইয়ের মতই আমার মত থেকে উত্তম ছিল।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب زيد بن حارثة رضي الله عنه
حَدَّثَنَا الجَرَّاحُ بْنُ مَخْلَدٍ البَصْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الرُّومِيِّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، قَالَ: أَخْبَرَنِي جَبَلَةُ بْنُ حَارِثَةَ، أَخُو زَيْدٍ قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ مَعِي أَخِي زَيْدًا قَالَ: «هُوَ ذَا، فَإِنْ انْطَلَقَ مَعَكَ لَمْ أَمْنَعْهُ». قَالَ زَيْدٌ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَا أَخْتَارُ عَلَيْكَ أَحَدًا، قَالَ: فَرَأَيْتُ رَأْيَ أَخِي أَفْضَلَ مِنْ رَأْيِي. " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ الرُّومِيِّ عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ
হাদীস নং: ৩৮১৬
আন্তর্জাতিক নং: ৩৮১৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ যায়দ ইবন হারিছা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১৬। আহমাদ ইবন হাসান (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) একবার এক সেনাদল প্রেরণ করেন আর উসামা ইবন যায়দকে এর সেনাপতি নিযুক্ত করেন। কিছু লোক তাঁকে সেনাপতি নিযুক্তির সমালোচনা করে।

রাসূলুল্লাহ (ﷺ) বললেন তোমরা আজ তাঁর ইমারত বিষয়ে সমালোচনা করছ এর আগে তোমরা তাঁর পিতার নেতৃত্ব নিয়েও সমালোচনা করেছিলে। আল্লাহর কসম! অবশ্যই সে নেতৃত্বের যোগ্য ছিল এবং ছিল আমার অধিক প্রিয়। আর এ (উসামা) হচ্ছে তারপর আমার অধিক প্রিয়। আলী ইবন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে মালিক ইবন আনাস (রাযিঃ)-এর অনুরূপ হাদীস বর্ণিত আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب زيد بن حارثة رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْثًا وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ فَطَعَنَ النَّاسُ فِي إِمْرَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ تَطْعَنُوا فِي إِمْرَتِهِ فَقَدْ كُنْتُمْ تَطْعَنُونَ فِي إِمْرَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لِلإِمَارَةِ، وَإِنْ كَانَ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ، وَإِنَّ هَذَا مِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ بَعْدَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ مَالِكِ بْنِ أَنَسٍ