আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮০৫
আন্তর্জাতিক নং: ৩৮০৫
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০৫। ইবরাহীম ইবন ইসমাঈল ইবন ইয়াহইয়া ইবন সালামা ইবন কুহায়ল (রাহঃ)....ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার পরে আমার সাহাবীগণের যাঁরা থাকবেন, তাঁদের তোমরা অনুসরণ করবে, আবু বকর ও উমার, আম্মারের চাল-চলন গ্রহণ করবে। আর ইবন মাসউদের নসীহত দৃঢ়ভাবে ধারণ করবে।
بَابُ مَنَاقِبِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنْ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ مَسْعُودٍ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ " وَيَحْيَى بْنُ سَلَمَةَ يُضَعَّفُ فِي الحَدِيثِ وَأَبُو الزَّعْرَاءِ اسْمُهُ: عَبْدُ اللَّهِ بْنُ هَانِئٍ وَأَبُو الزَّعْرَاءِ الَّذِي رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ اسْمُهُ: عَمْرُو بْنُ عَمْرٍو وَهُوَ ابْنُ أَخِي أَبِي الأَحْوَصِ صَاحِبِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮০৬
আন্তর্জাতিক নং: ৩৮০৬
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০৬। আবু কুরায়ব (রাহঃ)... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি এবং আমার ভাই ইয়ামান থেকে মদীনা আসি। ইবন মাসউদ (রাযিঃ) ও তাঁর মাকে নবী (ﷺ) -এর ঘরে এত বেশী আনা-গোনা করতে দেখেছি যে, এতে ইবন মাসউদ নবী (ﷺ) পরিবারেরই একজন বলে আমাদের ধারণা হয়েছিল।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، أَنَّهُ سَمِعَ أَبَا مُوسَى، يَقُولُ: «لَقَدْ قَدِمْتُ أَنَا وَأَخِي، مِنَ اليَمَنِ وَمَا نُرَى حِينًا إِلَّا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ [ص:673] رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَا نَرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ مِنْ هَذَا الوَجْهِ» وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩৮০৭
আন্তর্জাতিক নং: ৩৮০৭
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০৭। মুহাম্মাদ বাদশার (রাহঃ)... আব্দুর রহমান ইবন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমরা হুযায়ফা (রাযিঃ)-এর কাছে এলাম এবং বললাম : সীরত এবং চাল-চলনে সকলের চাইতে রাসূলুল্লাহ (ﷺ) -এর অধিক নিকটবর্তী ব্যক্তির নাম বলে দিন। আমরা তাঁর থেকে শিক্ষা গ্রহণ করব এবং তাঁকে অনুসরণ করব। তিনি বললেন : সীরাত, চাল-চলন এবং স্বভাব-চরিত্রে রাসূলুল্লাহ (ﷺ) -এর সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হলেন ইবন মাসউদ, যতক্ষণ না তিনি আমাদের সামনে থেকে তাঁর ঘরের আড়ালে চলে যান।
রাসূলুল্লাহ (ﷺ) এর সেই সব সাহাবী যাঁরা দোষ-ত্রুটি থেকে মাহফুজ, তাঁরা ভাল করেই জানেন যে, তাঁদের মাঝে মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলার সর্বাধিক নিকটবর্তী হলেন ইবন উম্মে আব্দ (আব্দুল্লাহ ইবন মাসউদ)।
রাসূলুল্লাহ (ﷺ) এর সেই সব সাহাবী যাঁরা দোষ-ত্রুটি থেকে মাহফুজ, তাঁরা ভাল করেই জানেন যে, তাঁদের মাঝে মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলার সর্বাধিক নিকটবর্তী হলেন ইবন উম্মে আব্দ (আব্দুল্লাহ ইবন মাসউদ)।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: أَتَيْنَا عَلَى حُذَيْفَةَ، فَقُلْنَا: حَدِّثْنَا بِأَقْرَبِ النَّاسِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدْيًا وَدَلًّا فَنَأْخُذَ عَنْهُ وَنَسْمَعَ مِنْهُ؟ قَالَ: «كَانَ أَقْرَبُ النَّاسِ هَدْيًا وَدَلًّا وَسَمْتًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُ مَسْعُودٍ حَتَّى يَتَوَارَى مِنَّا فِي بَيْتِهِ، وَلَقَدْ عَلِمَ المَحْفُوظُونَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ ابْنَ أُمِّ عَبْدٍ هُوَ مِنْ أَقْرَبِهِمْ إِلَى اللَّهِ زُلْفَى» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩৮০৮
আন্তর্জাতিক নং: ৩৮০৮
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০৮। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ) আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি যদি কোনরূপ পরামর্শ ছাড়া তাদের মধ্যে (সাহাবীদের মধ্যে) কাউকে আমীর নিযুক্ত করতাম, তবে ইবন উম্মে আব্দকেই নিযুক্ত করতাম।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا صَاعِدٌ الحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ مُؤَمِّرًا أَحَدًا مِنْ غَيْرِ مَشُورَةٍ لَأَمَّرْتُ عَلَيْهِمْ ابْنَ أُمِّ عَبْدٍ». هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الحَارِثِ عَنْ عَلِيٍّ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮০৯
আন্তর্জাতিক নং: ৩৮০৯
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০৯। সুফইয়ান ইবন ওয়াকী (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পরামর্শ ছাড়াই যদি কাউকে আমি আমীর নিযুক্ত করতাম, তবে ইবন উম্ম আব্দকেই আমীর নিযুক্ত করতাম।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَوْ كُنْتُ مُؤَمِّرًا أَحَدًا مِنْ غَيْرِ مَشُورَةٍ لَأَمَّرْتُ ابْنَ أُمِّ عَبْدٍ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮১০
আন্তর্জাতিক নং: ৩৮১০
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১০। হান্নাদ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলূল্লাহ বলেছেন: তোমরা কুরআন শিক্ষা করবে চারজন থেকেঃ ইবন মাসউদ, উবাই ইবন কা'ব, মুআয ইবন জাবাল এবং আবু হুযায়ফার মাওলা (আযাদকৃত দাস) সালিম থেকে।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنْ ابْنِ مَسْعُودٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮১১
আন্তর্জাতিক নং: ৩৮১১
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১১। জাররাহ ইবন মাথলাদ বসরী (রাহঃ)... খায়ছামা ইবন আবু সাবরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি মদীনায় আসলাম। আল্লাহর কাছে দু'আ করলাম তিনি যেন আমাকে একজন নেক লোকের মজলিসে বসা সহজ করে দেন। এরপর তিনি আমাকে আবু হুরায়রা (রাযিঃ)-এর মজলিসে বসার তাওফীক দিলেন। আমি তাঁর মজলিসে বসে তাঁকে বললাম আমি আল্লাহর কাছে দু'আ করেছিলাম তিনি যেন আমাকে একজন নেক লোকের মজলিসে বসার তাওফীক দেন। ফলে আপনার এ মজলিসে বসার তাওফীক আমি পেয়েছি।
তিনি বললেন: তুমি কোথা থেকে এসেছ?
আমি বললাম : কূফা থেকে, ইলম ও হিকমত সম্বলিত কল্যাণ তালাশ করতে আমি এসেছি। তিনি বললেন : তোমাদের এখানে কি সা'দ ইবন মালিক নেই? যাঁর দু'আ আল্লাহর কাছে মকবুল। রাসূলুল্লাহ (ﷺ) -এর উযূর পানি ও না'লাইন বহনকারী ইবন মাসউদ নেই? রাসূলুল্লাহ (ﷺ) এর রহস্য জ্ঞানের বাহক হুযায়ফা নেই? যে ব্যক্তিকে আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ)র যথানে শয়তান থেকে স্বীয় আশ্রয় প্রদান করেছেন, সেই আম্মার কি নেই? দুই কিতাবের অধিকারী সালমান নেই?
বর্ণনাকারী কাতাদা (রাহঃ) বলেনঃ দুই কিতাব অর্থ হল ইনজীল এবং কুরআন।
তিনি বললেন: তুমি কোথা থেকে এসেছ?
আমি বললাম : কূফা থেকে, ইলম ও হিকমত সম্বলিত কল্যাণ তালাশ করতে আমি এসেছি। তিনি বললেন : তোমাদের এখানে কি সা'দ ইবন মালিক নেই? যাঁর দু'আ আল্লাহর কাছে মকবুল। রাসূলুল্লাহ (ﷺ) -এর উযূর পানি ও না'লাইন বহনকারী ইবন মাসউদ নেই? রাসূলুল্লাহ (ﷺ) এর রহস্য জ্ঞানের বাহক হুযায়ফা নেই? যে ব্যক্তিকে আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ)র যথানে শয়তান থেকে স্বীয় আশ্রয় প্রদান করেছেন, সেই আম্মার কি নেই? দুই কিতাবের অধিকারী সালমান নেই?
বর্ণনাকারী কাতাদা (রাহঃ) বলেনঃ দুই কিতাব অর্থ হল ইনজীল এবং কুরআন।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا الجَرَّاحُ بْنُ مَخْلَدٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ خَيْثَمَةَ بْنِ أَبِي سَبْرَةَ، قَالَ: أَتَيْتُ المَدِينَةَ فَسَأَلْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا، فَيَسَّرَ لِي أَبَا هُرَيْرَةَ، فَجَلَسْتُ إِلَيْهِ، فَقُلْتُ لَهُ: إِنِّي سَأَلْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا فَوُفِّقْتَ لِي، فَقَالَ: مِنْ أَيْنَ أَنْتَ؟ قُلْتُ: مِنْ أَهْلِ الكُوفَةِ، جِئْتُ أَلْتَمِسُ الخَيْرَ وَأَطْلُبُهُ فَقَالَ: «أَلَيْسَ فِيكُمْ سَعْدُ بْنُ مَالِكٍ مُجَابُ الدَّعْوَةِ، وَابْنُ مَسْعُودٍ صَاحِبُ طَهُورِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَعْلَيْهِ، وَحُذَيْفَةُ صَاحِبُ سِرِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَمَّارٌ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ، وَسَلْمَانُ صَاحِبُ الكِتَابَيْنِ؟» قَالَ قَتَادَةُ، وَالْكِتَابَانِ الْإِنْجِيلُ وَالْقُرْآنُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ. وَخَيْثَمَةُ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَبْرَةَ نُسِبَ إِلَى جَدِّهِ

তাহকীক:
তাহকীক চলমান