আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৬৩৬
আন্তর্জাতিক নং: ৩৬৩৬
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আকৃতি-প্রকৃতি
৩৬৩৬। সুফয়ান ইবন ওয়াকী (রাহঃ)... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি বারা' (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিল : রাসূলুল্লাহ ﷺ-এর চেহারা কি তরবারির মত ছিল।
তিনি বললেনঃ না, (তা ছিল) চাঁদের মত।
তিনি বললেনঃ না, (তা ছিল) চাঁদের মত।
باب ما جاء في صفة النبي صلى الله عليه وسلم
3636 - حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَأَلَ رَجُلٌ البَرَاءَ: أَكَانَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ السَّيْفِ؟ قَالَ: «لَا مِثْلَ القَمَرِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৬৩৭
আন্তর্জাতিক নং: ৩৬৩৭
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আকৃতি-প্রকৃতি
৩৬৩৭। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (ﷺ) লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না। তাঁর দুই হাতের তালু ও পায়ের তলা ছিল মাংসল। মাথা ছিল বড়, অস্থিগ্রন্থিগুলো ছিল মোটা। বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত দীর্ঘ একটি সরু কেশ রেখা ছিল। পথ চলাকালে সম্মুখে ঝুঁকে দ্রুত হ্যাঁটতেন, মনে হত নীচে কোথাও নামছেন। তাঁর মত পূর্বেও কাউকে দেখিনি পরেও কখনও দেখিনি (দরূদ ও সালাম তাঁরই উপর)।
باب ما جاء في صفة النبي صلى الله عليه وسلم
3637 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا المَسْعُودِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّوِيلِ وَلَا بِالقَصِيرِ شَثْنَ الكَفَّيْنِ وَالقَدَمَيْنِ، ضَخْمَ الرَّأْسِ، ضَخْمَ الكَرَادِيسِ طَوِيلَ المَسْرُبَةِ، إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفُّؤًا كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ لَمْ أَرَ قَبْلَهُ وَلَا بَعْدَهُ مِثْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ المَسْعُودِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

তাহকীক:
তাহকীক চলমান