আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৬৩৫
আন্তর্জাতিক নং: ৩৬৩৫
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আকৃতি-প্রকৃতি
৩৬৩৫। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... বারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ লালবর্ণ পোশাকে রাসূলুল্লাহ ﷺ থেকে সুন্দর বাবরী চুলের অধিকারী কোন ব্যক্তিকে আমি দেখিনি। তাঁর চুল কাঁধে এসে পড়ত। তাঁর বক্ষ ছিল সুপ্রশস্ত। তিনি না ছিলেন বেঁটে, না ছিলেন লম্বা।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
3635 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ البَرَاءِ، قَالَ: «مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ فِي حُلَّةٍ حَمْرَاءَ أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَهُ شَعْرٌ يَضْرِبُ مَنْكِبَيْهِ، بَعِيدُ مَا بَيْنَ المَنْكِبَيْنِ، لَمْ يَكُنْ بِالقَصِيرِ وَلَا بِالطَّوِيلِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»