আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৫. নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৯৩১
আন্তর্জাতিক নং: ২৯৩১
সূরা হুদ
২৯৩১. হুসাইন ইবনে মুহাম্মাদ আল-বসরী (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাঠ করতেনঃ (إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ)।
একাধিক রাবী এই হাদীসটিকে ছাবিত বুনানী (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। শাহর ইবনে হাওশাব ......... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) সূত্রেও হাদীসটি বর্ণিত আছে। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) হলেন উম্মে সালামা আল-আনসারিয়া (রাযিঃ)।
উক্ত হাদীস দুটো আমার মতে একই। শাহর ইবনে হাওশাব (রাহঃ) উম্মে সালামা আনসারিয়া (রাযিঃ) সূত্রে একাধিক হাদীস বর্ণনা করেছেন। ইনিই হলেন আসমা বিনতে ইয়াযীদ। আয়িশা (রাযিঃ) থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।
একাধিক রাবী এই হাদীসটিকে ছাবিত বুনানী (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। শাহর ইবনে হাওশাব ......... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) সূত্রেও হাদীসটি বর্ণিত আছে। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) হলেন উম্মে সালামা আল-আনসারিয়া (রাযিঃ)।
উক্ত হাদীস দুটো আমার মতে একই। শাহর ইবনে হাওশাব (রাহঃ) উম্মে সালামা আনসারিয়া (রাযিঃ) সূত্রে একাধিক হাদীস বর্ণনা করেছেন। ইনিই হলেন আসমা বিনতে ইয়াযীদ। আয়িশা (রাযিঃ) থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।
بَابٌ: وَمِنْ سُورَةِ هُودٍ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَؤُهَا (إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ قَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ نَحْوَ هَذَا وَهُوَ حَدِيثُ ثَابِتٍ الْبُنَانِيِّ وَرُوِيَ هَذَا الْحَدِيثُ أَيْضًا عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ . قَالَ وَسَمِعْتُ عَبْدَ بْنَ حُمَيْدٍ يَقُولُ أَسْمَاءُ بِنْتُ يَزِيدَ هِيَ أُمُّ سَلَمَةَ الأَنْصَارِيَّةُ . قَالَ أَبُو عِيسَى كِلاَ الْحَدِيثَيْنِ عِنْدِي وَاحِدٌ وَقَدْ رَوَى شَهْرُ بْنُ حَوْشَبٍ غَيْرَ حَدِيثٍ عَنْ أُمِّ سَلَمَةَ الأَنْصَارِيَّةِ وَهِيَ أَسْمَاءُ بِنْتُ يَزِيدَ وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৯৩২
আন্তর্জাতিক নং: ২৯৩২
সূরা হুদ
২৯৩২. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ..... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) পাঠ করেছেনঃ (إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ)।
بَابٌ: وَمِنْ سُورَةِ هُودٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، وَحَبَّانُ بْنُ هِلاَلٍ، قَالاَ حَدَّثَنَا هَارُونُ النَّحْوِيُّ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ هَذِهِ الآيَةَ : (إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ ).

তাহকীক:
তাহকীক চলমান