আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৫. নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৯২৭
আন্তর্জাতিক নং: ২৯২৭
সূরা ফাতিহা
২৯২৭. আলী ইবনে হুজর (রাহঃ) ..... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আলাদা আলাদা করে কেটে কেটে কিরাআত করতেন। তিনি পড়তেন, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর থামতেন। আর-রহমানির রাহিম এরপরে থামতেন। তারপর তিনি পড়তেন মালিক ইয়াওমিদ্দীন।
হাদীসটি গারীব। আবু উবাইদ (রাহঃ)-ও এই কিরাআত পড়তেন এবং এটিকেই তিনি গ্রহণ করেছেন। ইয়াহয়া ইবনে সাঈদ উমরী প্রমুখ (রাহঃ) ও ইবনে জুরায়জ ......... ইবনে আবী মুলায়কা ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু এর সনদটি মুত্তাসিল নয়। কেননা, লায়ছ ইবনে সাদ-ও এই হাদীসটি ইবনে আবী মুলায়কা ......... ইয়া’লা ইবনে মামলাক ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি নবী (ﷺ) এর কিরাআত হরফে আলাদা আলাদা ছিল বলে বিবরণ দিয়েছেন। লায়ছ (রাহঃ) বর্ণিত হাদীসটি অধিক সহীহ। লায়ছ-এর রিওয়ায়াতে ’‘তারপর তিনি مالك এর স্থানে পড়তেনঃ مَلِكِ يومِ الدين
হাদীসটি গারীব। আবু উবাইদ (রাহঃ)-ও এই কিরাআত পড়তেন এবং এটিকেই তিনি গ্রহণ করেছেন। ইয়াহয়া ইবনে সাঈদ উমরী প্রমুখ (রাহঃ) ও ইবনে জুরায়জ ......... ইবনে আবী মুলায়কা ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু এর সনদটি মুত্তাসিল নয়। কেননা, লায়ছ ইবনে সাদ-ও এই হাদীসটি ইবনে আবী মুলায়কা ......... ইয়া’লা ইবনে মামলাক ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি নবী (ﷺ) এর কিরাআত হরফে আলাদা আলাদা ছিল বলে বিবরণ দিয়েছেন। লায়ছ (রাহঃ) বর্ণিত হাদীসটি অধিক সহীহ। লায়ছ-এর রিওয়ায়াতে ’‘তারপর তিনি مالك এর স্থানে পড়তেনঃ مَلِكِ يومِ الدين
بَابٌ فِي فَاتِحَةِ الكِتَابِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقَطِّعُ قِرَاءَتَهُ يَقُولُ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) ثُمَّ يَقِفُ ( الرَّحْمَنِ الرَّحِيمِ ) ثُمَّ يَقِفُ وَكَانَ يَقْرَؤُهَا (مَلِكِ يَوْمِ الدِّينِ ) قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَبِهِ يَقُولُ أَبُو عُبَيْدٍ وَيَخْتَارُهُ هَكَذَا رَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ وَغَيْرُهُ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ أُمِّ سَلَمَةَ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ لأَنَّ اللَّيْثَ بْنَ سَعْدٍ رَوَى هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا وَصَفَتْ قِرَاءَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَرْفًا حَرْفًا وَحَدِيثُ اللَّيْثِ أَصَحُّ وَلَيْسَ فِي حَدِيثِ اللَّيْثِ وَكَانَ يَقْرَأُ (مَلِكِ يَوْمِ الدِّينِ ) .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৯২৮
আন্তর্জাতিক নং: ২৯২৮
সূরা ফাতিহা
২৯২৮. আবু বকর মুহাম্মাদ ইবনে আবান (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) আবু বকর, উমর (আমার ধারণা মতে তিনি উছমান (রাযিঃ)-এর কথাও বলেছেন) সবাই পাঠ করতেনঃ مالك ىوم الدىن
হাদীসটি গরীব।
হাদীসটি গরীব।
بَابٌ فِي فَاتِحَةِ الكِتَابِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ - وَأُرَاهُ قَالَ - وَعُثْمَانَ كَانُوا يَقْرَءُونَ (مَلِكِ يَوْمِ الدِّينِ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ أَيُّوبَ بْنِ سُوَيْدٍ الرَّمْلِيِّ . وَقَدْ رَوَى بَعْضُ أَصْحَابِ الزُّهْرِيِّ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَقْرَءُونَ (مَلِكِ يَوْمِ الدِّينِ ) . وَقَدْ رَوَى عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَقْرَءُونَ (مالك يَوْمِ الدِّينِ ).

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৯২৯
আন্তর্জাতিক নং: ২৯২৯
সূরা ফাতিহা
২৯২৯. আবু কুরায়ব (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) পাঠ করেছেনঃ
إِنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنُ بِالْعَيْنِ
সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ) সূত্রে অনূরূপ বর্ণিত আছে।
আবু আলী ইবনে ইয়াযীদ (রাহঃ) হলেন ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ)-এর ভাই। হাদীসটি হাসান-গারীব। মুহাম্মাদ বুখারী (রাহঃ) বলেনঃ ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ) সূত্রে এই হাদীসটির রিওয়ায়াতের ক্ষেত্রে ইবনে মুবারক (রাহঃ) একা। ইমাম আবু উবাইদ (রাহঃ) এই হাদীসটির অনুসরণে উক্তরূপ পাঠ গ্রহণ করেছেন।
إِنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنُ بِالْعَيْنِ
সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ) সূত্রে অনূরূপ বর্ণিত আছে।
আবু আলী ইবনে ইয়াযীদ (রাহঃ) হলেন ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ)-এর ভাই। হাদীসটি হাসান-গারীব। মুহাম্মাদ বুখারী (রাহঃ) বলেনঃ ইউনুস ইবনে ইয়াযীদ (রাহঃ) সূত্রে এই হাদীসটির রিওয়ায়াতের ক্ষেত্রে ইবনে মুবারক (রাহঃ) একা। ইমাম আবু উবাইদ (রাহঃ) এই হাদীসটির অনুসরণে উক্তরূপ পাঠ গ্রহণ করেছেন।
بَابٌ فِي فَاتِحَةِ الكِتَابِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ(إِنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنُ بِالْعَيْنِ )
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو عَلِيِّ بْنُ يَزِيدَ هُوَ أَخُو يُونُسَ بْنِ يَزِيدَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ مُحَمَّدٌ تَفَرَّدَ ابْنُ الْمُبَارَكِ بِهَذَا الْحَدِيثِ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ وَهَكَذَا قَرَأَ أَبُو عُبَيْدٍ ( وَالْعَيْنُ بِالْعَيْنِ ) اتِّبَاعًا لِهَذَا الْحَدِيثِ .
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو عَلِيِّ بْنُ يَزِيدَ هُوَ أَخُو يُونُسَ بْنِ يَزِيدَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ مُحَمَّدٌ تَفَرَّدَ ابْنُ الْمُبَارَكِ بِهَذَا الْحَدِيثِ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ وَهَكَذَا قَرَأَ أَبُو عُبَيْدٍ ( وَالْعَيْنُ بِالْعَيْنِ ) اتِّبَاعًا لِهَذَا الْحَدِيثِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৯৩০
আন্তর্জাতিক নং: ২৯৩০
সূরা ফাতিহা
২৯৩০. আবু কুরায়ব (রাহঃ) .... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) পাঠ করেছেনঃ (هَلْ تَسْتَطِيعُ رَبَّكَ)।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি গরীব, এর সনদ শক্তিশালী নয়। রিশদীন ইবনে সা’দ এবং আব্দুর রহমান ইবনে যিয়াদ ইবনে আনআম আফরীকী হাদীস রিওয়ায়াতের ক্ষেত্রে যঈফ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি গরীব, এর সনদ শক্তিশালী নয়। রিশদীন ইবনে সা’দ এবং আব্দুর রহমান ইবনে যিয়াদ ইবনে আনআম আফরীকী হাদীস রিওয়ায়াতের ক্ষেত্রে যঈফ।
بَابٌ فِي فَاتِحَةِ الكِتَابِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمَ، عَنْ عُتْبَةَ بْنِ حُمَيْدٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَْ (هَلْ تَسْتَطِيعُ رَبَّكَ ) قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ رِشْدِينَ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ . وَرِشْدِينُ بْنُ سَعْدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمٍ الإِفْرِيقِيُّ يُضَعَّفَانِ فِي الْحَدِيثِ .

তাহকীক:
তাহকীক চলমান