আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১০. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০১২
আন্তর্জাতিক নং: ১০১২
জানাযার পিছনে সওয়ার হয়ে চলা মাকরূহ।
১০১২. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সঙ্গে একটি জানাযায় বের হলাম। তখন তিনি কিছু লোককে আরোহী অবস্থায় চলতে দেখে বললেন, তোমাদের কি লজ্জা করে না, আল্লাহর ফিরিশতারা তো পায়ে হেটে চলছেন আর তোমরা চলছ পশুর পিঠে সওয়ার হয়ে! - ইবনে মাজাহ
এই বিষয়ে মুগীরা ইবনে শু’বা ও জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ছাওবান (রাযিঃ) এর রিওয়ায়াতটি তাঁর বরাতে মাউকুফরূপেও বর্ণিত আছে। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মাউকুফটিই অধিকতর বিশুদ্ধ।
এই বিষয়ে মুগীরা ইবনে শু’বা ও জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ছাওবান (রাযিঃ) এর রিওয়ায়াতটি তাঁর বরাতে মাউকুফরূপেও বর্ণিত আছে। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মাউকুফটিই অধিকতর বিশুদ্ধ।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الرُّكُوبِ خَلْفَ الْجَنَازَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ ثَوْبَانَ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا فَقَالَ " أَلاَ تَسْتَحْيُونَ إِنَّ مَلاَئِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ وَجَابِرِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ثَوْبَانَ قَدْ رُوِيَ عَنْهُ مَوْقُوفًا قَالَ مُحَمَّدٌ الْمَوْقُوفُ مِنْهُ أَصَحُّ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: