মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৪২ টি

হাদীস নং: ৪১
আন্তর্জাতিক নং: ২২০০০
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ একত্ববাদী মু’মিনগণের প্রাপ্য নিয়ামতরাজি ও পুরষ্কার এবং মুশরিকদের জন্য নির্ধারিত ভয়াবহ তিরষ্কার ও শাস্তি প্রসঙ্গে
(৪১) হুমাইদ ইবন্ হিলাল থেকে বর্ণিত, তিনি হিস্সান আল-কাইন আল-আদিভী থেকে বর্ণনা করেন।তিনি বলেন, (একদা) এক মজলিসে আমি উপস্থিত ছিলাম, তাতে আব্দুর রহমান বিন সামুরা ছিলেন।তিনি বলেন, হযরাত মুআয বিন জাবাল (রা) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ভূপৃষ্ঠে (বিদ্যমান) যে আত্মা (মানবাত্মা) আল্লাহর সাথে কোন কিছু শরীক না করে এবং আমি আল্লাহর রাসূল এই মর্মে সাহ্ম্য প্রদান করে মৃত্যুবরণ করে, সে আত্মা বিশ্বাসী প্রত্যয়ী হবে তাকে অবশ্যই হ্মমা করে দেয়া হবে।হিস্সান বলেন, আমি বললাম, আপনি (নিজে) মআয থেকে এরূপ শুনেছেন? উপস্থিত লোকজন (আমার প্রশ্ন শ্রবণ করে) আমাকে ভর্ৎসনা করলো।তিনি বললেন, (ওর কথা বাদ দাও, ওত মন্দ কথা বলেনি), হ্যাঁ, আমি নিজেই এটি মুআয (রা)-এর কাছে শুনেছি এবং তিনি তা রাসূল (ﷺ)-এর নিকট থেকে শুনেছেন।
(অন্য বর্ণনায় এসেছে) আব্দুল্লাহ বর্ণনা করেছেন তাঁর পিতা থেকে, তিনি ইসমাঈল থেকে, তিনি ইউনুস থেকে, তিনি হুমাইদ বিন হিলাল থেকে, তিনি হিস্সান বিন আল-কাহিল থেকে বর্ণনা করেন যে, (একদা) আমি বসরার জামে মসজিদে প্রবেশ করি এবং মাথার কেশ ও শুশ্রূ ধবল সাদা লোকের কাছে বসি; তিনি তখন বলেন, আমাকে মুআয বিন জাবাল রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করে শুনিয়েছেন- অতঃপর হাদীসটি বর্ণনা করেন- এতে আরও আছে একে মন্দ বলো না এবং ভর্ৎসনা করো না, একে ছেড়ে দাও।হ্যাঁ, আমি নিজে মুআয (রা) থেকে ঔরূপ শুনেছি- যা তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন এবং ইসমাঈল (জনৈক বর্ণনাকারী) একবার يذكر -এর পরিবর্তে يأثره عن رسول الله صلى الله عليه وسلم বলেছেন।তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, ইনি কে? উত্তর দিল, ইনি হচ্ছেন আব্দুর রহমান বিন সামুরা।
এ হাদীসটি তৃতীয় আরেকটি সূত্রে বর্ণিত হয়েছে এভাবে) আব্দুল্লাহ তাঁর পিতা থেকে তিনি আব্দুল আ‘ল থেকে, তিনি ইউনুস থেকে তিনি হুমাইদ বিন হিলাল থেকে তিনি হিস্সান বিন আল-কাহেল থেকে (তাঁর পিতা জাহিলী যুগে একজন গণক ছিলেন) বর্ণনা করেন তিনি বলেন,আমি হযরত উছমান বিন আফ্ফান-এর শাসনামলে মসজিদে প্রবেশ করি এবং একজন সাদা কেশ ও দাড়ি ওয়ালা বৃদ্ধকে পেয়েছি যিনি মুআযের বরাতে রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেছেন। (হাকিম)
كتاب التوحيد
(4) باب فيما جاء في نعيم الموحدين وثوابهم ووعيد المشركين وعقابهم
(41) وعن حميد بن هلال حدثنا (1) هصان الكاهن العدوى قال جلست مجلسا فيه عبدالرحمن بن سمرة قال حدثنا معاذ بن جبل (رضى الله) قال قال رسول الله صلى الله عليه وسلم ما على الارض نفس تموت لا تشرك بالله شيئاً تشهد انى رسول الله يرجع ذاكم الى قلب موقن إلا غفر له قال قلت انت سمعت هذا من معاذ قال القوم فعنفنى فقال دعوه فإنه لم يسئ القول، نعم أنا سمعته من معاذ زعم انه سمعه من رسول الله صلى الله عليه وسلم
(ومن طريق اخر) حدثنا عبدالله حدثنى ابى ثنا اسماعيل (3) ثنا يونس عن حميد بن هلاب عن هصان بن الكاهل قال دخلت المسجد الجامع بالبصرة فجلست الى شيخ ابيض الرأس واللحية فقال حدثنى معاذ بن جبل عن رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث وفيه قال لا تعنفوه (4) ولا تؤنبوه دعوه، نعم انا سمعت ذلك من معاذ يذكرعن رسول الله صلى الله عليه وسلم وقال إسماعيل (1) مرة يأثره عن رسول الله صلى الله عليه وسلم قال قلت لبعضهم من هذا قال هذا عبدالرحمن بن سمرة (2)
(ومن طريق ثالث) (3) حدثنا عبدالله حدثنى ابى ثنا عبد الاعلى عن يونس عن حميد بن هلال عن هصان بن الكاهل قال وكان ابوه كاهنا فى الجاهلية قال دخلت المسجد فى امارة عثمان فإذا شيخ ابيض الرأس واللحية يحدث عن معاذ عن رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث
হাদীস নং: ৪২
আন্তর্জাতিক নং: ২১৩১১
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ একত্ববাদী মু’মিনগণের প্রাপ্য নিয়ামতরাজি ও পুরষ্কার এবং মুশরিকদের জন্য নির্ধারিত ভয়াবহ তিরষ্কার ও শাস্তি প্রসঙ্গে
(৪২) হযরত আবূ যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) ইরশাদ করেছেনঃ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি ভূ-প্রষ্ঠের সমান গোনাহ কর এবং আমার সাথে কোন কিছু শরীক না কর, তাহলে আমি তোমার জন্য ভূ-পৃষ্ঠের সমান হ্মমা প্রদান করবো।অন্য এক বর্ণনায় (*) ব্যাখ্যা হিসেবে ملء الأرض ‘যমিন বরাবর’ (ভূপ্রষ্ঠের সমান- শব্দটি অতিরিক্ত এসেছে)।
(এহাদীসটি এ গ্রন্থ ছাড়া অন্য কোথাও পাওয়া যায়নি।তবে অনুরূপ বক্তব্য সম্পন্ন হাদীস আনাস বিন মালিক (রা) থেকে তিরমিযী বর্ণনা করেছেন।তিনি বলেন এ হাদীসটি সহীহ, নির্ভরযোগ্য বর্ণনাকারীরা তা গ্রহণ করেছেন, আর যাহাবী তাঁর এ অভিমত সমর্থন করেন।)
كتاب التوحيد
(4) باب فيما جاء في نعيم الموحدين وثوابهم ووعيد المشركين وعقابهم
(42) وعن ابى ذر رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يا ابن آدم لو عملت قراب (4) الارض خطايا ولم تشرك بى شيئاً جعلت لك قراب الارض مغفرة زاد فى الرواية (5) وقراب الارض ملء الأرض
tahqiq

তাহকীক: