মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫৫ টি
হাদীস নং: ৪১
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ কোন সাথীর যিয়ারত করা ও অসুস্থ হলে সেবা করার প্রতি উৎসাহ প্রদান
৪১. ছাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন কোন মুসলমান ব্যক্তি তার মুসলমান ভাইয়ের রোগ সেবায় নিয়োজিত হয়, তখন সে জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করে। অন্য শব্দে। সে প্রত্যাবর্তন না করা পর্যন্ত জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করে।
ছাওবান (রা)-এর দ্বিতীয় বর্ণনা। যে ব্যক্তি কোন রোগীর সেবা করে, সে জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করতে থাকে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল ( خرفة الجنة ) জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করা কি? তিনি বলেন, এর ফলমূল সংগ্রহ করা।
ছাওবান (রা)-এর দ্বিতীয় বর্ণনা। যে ব্যক্তি কোন রোগীর সেবা করে, সে জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করতে থাকে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল ( خرفة الجنة ) জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করা কি? তিনি বলেন, এর ফলমূল সংগ্রহ করা।
كتاب المحبة والصحبة
باب الترغيب في زيارة الصاحب وعيادته إذا مرض
عن ثوبان أن النبي صلى الله عليه وسلم قال إذا عاد الرجل المسلم اخاه المسلم فهو في مخرفة الجنة وفي لفظ فهو في اخراف (2) الجنة حتى يرجع (وعنه من طريق ثان) (3) عن رسول الله صلى الله عليه وسلم قال من عاد مريضا لم يزل في خرفة الجنة قيل وما خرفة الجنة؟ قال جناها
তাহকীক:
হাদীস নং: ৪২
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪২. 'আবদুর রহমান ইবন আবু লাইলা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মূসা (রা) হাসান ইবন 'আলী (রা) কে দেখতে আসেন তার অসুস্থ অবস্থায়! তখন 'আলী (রা) তাঁকে বলেন, আপনি কি রোগী দেখতে এসেছেন। না এমনি বেড়াতে এসেছেন? তিনি বললেন, না, রোগী দেখতে এসেছি। তখন 'আলী (রা) বলেন, আপনি যদি রোগী দেখতে এসে থাকেন তাহলে বলি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। কোন মুসলিম ব্যক্তি তার কোন রুগ্ন ভাইকে দেখতে গেলে যতক্ষণ সে সেখানে অবস্থান করে, ততক্ষণ সে জান্নাতের ফলমূল কুড়াতে থাকে। অবশেষে আল্লাহর রহমত দ্বারা তাকে বেষ্টিত করা হয়। সে যদি সকাল পর্যন্ত সেখানে অবস্থান করে, তাহলে সন্ধ্যাবেলা পর্যন্ত সত্তর হাজার ফিরিশ্তা তার জন্য দু'আ করতে থাকে। আর যদি সে সন্ধ্যাবেলা বেলা দেখতে যায়, তাহলে সকাল বেলা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দু'আ করতে থাকে,
(তাঁর দ্বিতীয় বর্ণনায়) 'আবদুল্লাহ ইবনে নাফে' (রা) থেকে বর্ণিত। আবু মুসা আশয়ারী (রা) হাসান ইবনে 'আলী (রা) কে তার অসুস্থ অবস্থায় দেখতে যান। তখন 'আলী (রা) তাঁকে বলেন, আপনি কি রোগী দেখতে এসেছেন, না এমনি যিয়ারত করতে এসেছেন? আবু মুসা (রা) বলেন, না, আমি রোগী দেখতে এসেছি। তখন 'আলী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। কোন ব্যক্তি যদি সকাল বেলা রোগী দেখতে যায়, তাহলে সত্তর হাজার ফেরেশতা তাকে অনুসরণ করে এবং সন্ধ্যা পর্যন্ত তার জন্য সকলে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর তার জন্য জান্নাতে একটি ফলের বাগান তৈরী করা হয়। আর সে ব্যক্তি যদি সন্ধ্যা বেলা রোগী দেখতে যায়, তখন সত্তর হাজার ফিরিশতা তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরী করা হয়।
(তাঁর দ্বিতীয় বর্ণনায়) 'আবদুল্লাহ ইবনে নাফে' (রা) থেকে বর্ণিত। আবু মুসা আশয়ারী (রা) হাসান ইবনে 'আলী (রা) কে তার অসুস্থ অবস্থায় দেখতে যান। তখন 'আলী (রা) তাঁকে বলেন, আপনি কি রোগী দেখতে এসেছেন, না এমনি যিয়ারত করতে এসেছেন? আবু মুসা (রা) বলেন, না, আমি রোগী দেখতে এসেছি। তখন 'আলী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। কোন ব্যক্তি যদি সকাল বেলা রোগী দেখতে যায়, তাহলে সত্তর হাজার ফেরেশতা তাকে অনুসরণ করে এবং সন্ধ্যা পর্যন্ত তার জন্য সকলে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর তার জন্য জান্নাতে একটি ফলের বাগান তৈরী করা হয়। আর সে ব্যক্তি যদি সন্ধ্যা বেলা রোগী দেখতে যায়, তখন সত্তর হাজার ফিরিশতা তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরী করা হয়।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن عبد الرحمن بن أبي ليلى قال جاء أبو موسى الى الحسن بن علي يعوده فقال له علي اعائدا جئت أم شامتا؟ (5) قال لا بل عائدا (6) قال فقال له ان كنت جئت عائدا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا عاد الرجل أخاه المسلم مشى في خرافة (7) الجنة حتى يجلس فإذا جلس غمرته الرحمة فان كان غدوة صلى عليه سبعون الف ملك حتى يمسي وان كان مساءا صلى عليه سبعون الف ملك حتى يصبح (ومن طريق ثانية) (8) عن عبد الله بن نافع قال عاد أبو موسى الأشعري الحسن بن علي فقال له علي اعائدا جئت ام زائرا؟ فقال أبو موسى بل جئت عائدا فقال علي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من عاد مريضا بكرا (9) شيعة سبعون الف ملك كلهم يستغفر له حتى يمسي وكان له خريف في الجنة (10) وان عاده مساءا شيعه سبعون الف ملك كلهم يستغفر له حتى يصبح وكان له خريف في الجنة
তাহকীক:
হাদীস নং: ৪৩
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৩. 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যদি কোন মুসলমান ব্যক্তি তার রুগ্ন ভাইকে দেখতে যায়, তাহলে আল্লাহ্ তার জন্য এক হাজার ফেরেশতা প্রেরণ করেন, তারা দিনের যে কোন সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সেবা কালিন সময়ে তার জন্য দু'আ করতে থাকে এবং রাতের যে কোন সময় থেকে সকাল পর্যন্ত তেমনি দু'আ করতে থাকে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن علي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم عاد أخاه إلا ابتعث الله له سبعين ألف ملك يصلون عليه من أي ساعات النهار كان حتى يمسي ومن أي ساعات الليل كان حتى يصبح
তাহকীক:
হাদীস নং: ৪৪
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৪. 'আলী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি কোন রোগীর সেবা-শুশ্রূষা করবে, সে জান্নাতের ফলমূলের মাঝে হাটতে থাকবে। আর যখন সে রোগীর পাশে বসবে, তখন সে আল্লাহর রহমতের মধ্যে অবস্থান করবে। আর যখন সে রোগীর কাছ থেকে বিদায় নেবে, তখন সত্তর হাজার ফেরেশতা তার জন্য নিযুক্ত থাকবে, তারা সেদিন তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من عاد مريضا مشى في خراف الجنة فإذا جلس عنده استنقع (2) في الرحمة فإذا خرج من عنده وكل به سبعون ألف ملك يستغفرون له ذلك اليوم
তাহকীক:
হাদীস নং: ৪৫
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান। আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার খোঁজ খবর রাখনি। হে বনী আদম! আমি পিপাসার্ত হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে: হে আমার রব! তুমি কিভাবে রোগাক্রান্ত ছিলে? আল্লাহ্ বলবেন, যমীনে আমার বান্দাদের কোন বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করোনি। তুমি যদি তার সেবা করতে, তাহলে আমার সেবা করা হতো। আর যমীনে আমার বান্দা পিপাসার্ত ছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি যদি তাকে পানি পান করাতে, তাহলে আমাকেই তা পান করানো হতো।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم عن الله عز وجل انه قال مرضت فلم يعدني ابن آدم (4) وظمئت فلم يسقني ابن آدم فقلت اتمرض يا رب (5) قال يمرض العبد من عبادي ممن في الأرض فلا يعاد فلو عاده كان ما يعوده لي (6) ويظمأ في الأرض فلا يسقى فلو سقى كان ما سقاه لي
তাহকীক:
হাদীস নং: ৪৬
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৬. হারুন ইবন আবু দাউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা বলেছেন, একদা আমি আনাস ইবনে মালিক (রা)-এর নিকট এসে বললাম, হে আবু হামযা। আমরা অনেক দূরে অবস্থান করি, তোমার নিকট ফিরে আসা আমাদের জন্য আশ্চর্য ব্যাপার। তার কথা শুনে হামযা মাথা উঠিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। যে ব্যক্তি কোন রোগীর সেবা করে, সে আল্লাহর রহমতের মধ্যে পরিবেষ্টিত থাকে। যখন সে রোগীর নিকট বসে, রহমত দ্বারা তাকে নিমজ্জিত রাখা হয়। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। যে ব্যক্তি রোগীর সেবা করে, তার জন্য এটা প্রযোজ্য। তবে রোগীর প্রাপ্য কি? তিনি বললেন, তার গুনাহ হ্রাস করা হয়।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن هارون بن أبي داود حدثني أبي قال أتيت أنس بن مالك فقلت يا أبا حمزة ان المكان بعيد ونحن يعجبنا أن نعودك فرفع رأسه فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما رجل يعود مريضا فإنما يخوض في الرحمة فإذا قعد عند المريض غمرته الرحمة قال فقلت يا رسول الله هذا الصحيح الذي يعود المريض فالمريض ماله؟ قال تحط عنه ذنوبه
তাহকীক:
হাদীস নং: ৪৭
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৭. কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন রোগীর সেবা-শুশ্রুষা করে, আল্লাহর রহমতের মধ্যে সে ডুবে থাকে। আর যখন সে তার নিকট বসে, তখন সে রহমতের মধ্যে অবস্থান করে। আল্লাহর ইচ্ছায় তোমরা ও রহমতের মধ্যে অবস্থান কর।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن كعب بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا خاض في الرحمة فإذا جلس عنده استنقع فيها (2) وقد استنقعتم ان شاء الله في الرحمة
তাহকীক:
হাদীস নং: ৪৮
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৮. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা রোগীর সেবা করবে, জানাযার বা লাশের অনুসরণ করবে, তাহলে তো আখিরাতের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال عودوا المريض وامشوا في الجنائز تذكركم الآخرة
তাহকীক:
হাদীস নং: ৪৯
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৯. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, রোগীর নিকট প্রত্যাবর্তনকারী রহমতের মধ্যে নিমজ্জিত থাকে, এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত রোগীর রানের উপর রেখে বললেন, এভাবে সামনে ও পিছনে সে রহমত দ্বারা পরিবেষ্টিত থাকে। আর যখন সে তার কাছে বসে, তখন রহমত দ্বারা তাকে পরিবেষ্টিত করে রাখা হয়।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم عائد المريض يخوض في الرحمة ووضع رسول الله صلى الله عليه وسلم يده على وركه ثم قال هكذا (5) مقبلا ومدبرا واذا جلس عنده غمرته (6) الرحمة
তাহকীক:
হাদীস নং: ৫০
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫০. ইবন 'আব্বাস (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। রাসূল (ﷺ) বলেছেন, যে মুসলমান বান্দা কোন রোগীর কাছে গমন করে, যার মৃত্যু নিকটবর্তী নয় বলে মনে হয়, তারপর তার কাছে সাতবার এ বাক্যটি বলে, "আস আলুল্লাহাল আযীম, রাব্বাল 'আরশীল আযীম, আঁই ইয়াশফিয়াকা। (অর্থাৎ বিশাল 'আরশের প্রভু মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি, তিনি তোমাকে রোগ মুক্তি দান করুন, তাহলে তাকে রোগমুক্ত করা হবে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم انه قال ما من عبد مسلم يعود مريضا لم يحضر أجله فيقول سبع مرات اسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك إلا عوفى
তাহকীক:
হাদীস নং: ৫১
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫১. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন কোন ব্যক্তি অসুস্থ রোগীর কাছে আসে, তখন সে যেন বলে, হে আল্লাহ্! তোমার বান্দাকে রোগ-মুক্তি দান কর। যাতে সে শত্রুকে আঘাত করতে পারে, এবং সে নামাযের জামাতে হেটে যেতে পারে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن عبد الله بن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء الرجل يعود مريضا قال اللهم اشف عبدك ينكأ لك (1) عدوا ويمشي لك إلى الصلاة
তাহকীক:
হাদীস নং: ৫২
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫২. আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, রোগীর পরিপূর্ণ পরিদর্শন হলো- তোমাদের কেউ যেন তার কপালে অথবা হাতে হাত রাখে তারপর প্রশ্ন করে সে কেমন আছে? আর তোমাদের মাঝে শুভেচ্ছা বিনিময় হলো- মুসাফাহা করা।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن ابي امامة عن النبي صلى الله عليه وسلم قال من تمام عيادة المريض ان يضع أحدكم يده على جبهته أو يده فيسأل كيف هو وتمام تحياتكم بينكم المصافحة
তাহকীক:
হাদীস নং: ৫৩
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫৩. 'আইশা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) কোন রোগীর দেখতে গেলে বলতেন, আল্লাহুম্মা আযহাবিল বা’সা, রাব্বান নাস, ইশফি ইন্নাকা আন্তাশ্ শাফী, ওয়া-লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফাআ, লা ইউগাদিরু সাকামা।
অর্থাৎ "হে মানুষের রব, রোগ মুক্ত কর, রোগ দূর কর তুমি রোগ মুক্তি প্রদানকারী। তোমার রোগমুক্তি ছাড়া কোন রোগ মুক্তি নেই, যা কোন রোগকে ছাড়ে না।
অর্থাৎ "হে মানুষের রব, রোগ মুক্ত কর, রোগ দূর কর তুমি রোগ মুক্তি প্রদানকারী। তোমার রোগমুক্তি ছাড়া কোন রোগ মুক্তি নেই, যা কোন রোগকে ছাড়ে না।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا عاد مريضا قال اذهب البأس رب الناس واشف انك انت الشافي ولا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما
তাহকীক:
হাদীস নং: ৫৪
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫৪. উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কোন রোগী বা দূতের কাছে গেলে, ভাল কথা বলবে। কারণ তোমরা যা কিছু বল, ফেরেশতারা তা শুনে আমীন বলে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا حضرتم الميت أو المريض فقولوا خيرا (5) فإن الملائكة يؤمنون على ما تقولون
তাহকীক:
হাদীস নং: ৫৫
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫৫. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। একদা রাসূল (ﷺ) জনৈক গ্রাম্য ব্যক্তি তার অসুস্থাবস্থায় দেখতে যান। সে তখন জ্বরগ্রস্ত ছিল। এ অবস্থায় তিনি বলেন, এ রোগ তার গুনাহ দূর করবে এবং তাকে পবিত্র করবে। এরপর লোকটি বললো, বরং বৃদ্ধ লোকটি কঠিন জ্বরে আক্রান্ত, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তার কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালেন এবং তাকে ত্যাগ করলেন।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم دخل على اعرابي يعوده وهو محموم فقال كفارة وطهور (8) فقال الأعرابي بل حمى تفور (9) على شيخ كبير تزيره القبور (10) فقام رسول الله صلى الله عليه وسلم وتركه
তাহকীক: