মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪৮ টি
হাদীস নং: ২১
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
২১. আইশা (রা) থেকে বর্ণিত। যে, নবীজী (ﷺ) এর নিকট ব্যক্তি (বা মুত্তাকী) তাকওয়া অবলম্বনকারী ব্যতিত মানুষের মধ্যে উত্তম কোন জিনিস ও উত্তম কোন ব্যক্তি নেই।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن عائشة رضي الله عنها قالت ما أعجب (11) رسول الله صلى الله عليه وسلم بشيء من الدنيا ولا أعجبه قط إلا ذو تقى
তাহকীক:
হাদীস নং: ২২
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
২২. 'উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ এমন যুবকের উপর বিস্মিত হন, যে যুবক নিজের প্রবৃত্তির অনুসরণ করে না, অর্থাৎ সে নেক আমল করে এবং বদ-আমল পরিহার করে।।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم أن الله عز وجل ليعجب من الشاب ليست له صبوة
তাহকীক:
হাদীস নং: ২৩
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৩. বারা' ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মরুবাসী বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তুমি যদি সংক্ষিপ্ত ভাষণ দাও। তাহলে প্রশ্ন থেকে দুরে থাকবে, মানুষকে মুক্ত করে দেবে, দাস মুক্ত করবে। সে বললো, হে আল্লাহর রাসুলুল্লাহ (সা)। এ দুটি বিষয় কি এক নয়? তখন (ﷺ) রাসূলুল্লাহ (সা) বলেন, না। তুমি যদি মানুষকে পূর্ণভাবে মুক্ত করার মালিক হও, তবে তাকে মুক্ত করে দেবে। আর যদি পূর্ণভাবে মুক্ত করার মালিক না হও, তাহলে তার মুক্তিতে সহযোগিতা করবে। কাকে দান করলে দুগ্ধবতী পশু দান করবে, আত্মীয়- স্বজন যদি যুলম করে, তবে তার প্রতি দয়া ও আর্থিক সহযোগিতা করবে। যদি তা করতে সমর্থ না হও, তবে ক্ষুধার্তকে খাওয়ার ব্যবস্থা করবে এবং তৃষ্ণার্তকে পানি পান করাবে আর সৎকাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করবে। এতেও যদি সমর্থ না হও, তাহলে মুখ দ্বারা ভাল ব্যবহার করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن البراء بن عازب قال جاء إعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله علمني عملا يدخلني الجنة فقال لئن كنت اقصرت الخطبة لقد اعرضت المسألة (4) اعتق النسمة (5) وفك الرقبة فقال يا رسول الله أو ليستا بواحدة؟ قال لا أن عتق النسمة أن تفرد بعتقها (6) وفك الرقبة أن تعين في عتقها (7) والمنحة الوكوف (8) والفيء على ذي الرحم الظالم فإن لم تطق ذلك فأطعم الجائع واسق الظمآن وامر بالمعروف وانه عن المنكر فإن لم تطق ذلك فكف لسانك إلا من الخير
তাহকীক:
হাদীস নং: ২৪
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৪. 'আবদুল্লাহ ইবন হুবুশী আল-খাছ'আমী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম (ﷺ) কে প্রশ্ন করা হয়েছিল, কোন আমলটি উত্তম? তিনি বলেন, এমনভাবে ইমান আনবে যেখানে কোন সন্দেহ থাকবে না, এমনভাবে জিহাদ করবে, যেখানে কোন বাড়াবাড়ি থাকবে না; এবং মাবরুর হজ বা কবুল হজ। তাঁকে আবার জিজ্ঞেস করা হলো, কোন্ নামায উত্তম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নামাযে দীর্ঘ সময় দাঁড়ানো, অর্থাৎ খুশু-খুজুর সাথে নামায পড়া। তাঁকে আবার জিজ্ঞেস করা হলো, কোন সদকা উত্তম? তিনি বললেন, যে সদকা ফকিরকে দেওয়ার চেষ্টা করা হয়। তাকে এরপর জিজ্ঞেস করা হলো, কোন হিজরত সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি আল্লাহ্ কর্তৃক হারামকৃত কাজ থেকে বিরত থাকে। আবার জিজ্ঞেস করা হলো, কোন জিহাদ সবচেয়ে উত্তম? তিনি বললেন যে ব্যক্তি মুশরিকদের বিরুদ্ধে জান-মাল দিয়ে জিহাদ করে। তাঁকে আবার জিজ্ঞেস করা হলো, কোন মৃত্যু মর্যাদাশীল? বলা হলো, যে ব্যক্তি আল্লাহর পথে রক্ত প্রবাহিত করেছে এবং তার ঘোড়াও যুদ্ধে মারা গিয়েছে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن عبد الله بن حبشي الخثعمي أن النبي صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل؟ قال إيمان لا شك فيه وجهاد لا غلول فيه وحجة مبرورة قيل فأي الصلاة أفضل قال طول القنوت (1) قيل أي الصدقة أفضل؟ قال جهد (2) المقل قيل فأي الهجرة أفضل؟ قال من هجر ما حرم الله عليه قيل فأي الجهاد أفضل؟ قال من جاهد المشركين بماله ونفسه قيل فأي القتل أشرف؟ قال من أهريق دمه وعقر جواده
তাহকীক:
হাদীস নং: ২৫
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৫. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন নামায সবচেয়ে উত্তম? তখন (ﷺ) রাসূলুল্লাহ (সা) বললেন, দীর্ঘক্ষণ দাঁড়ানো। আবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ) কোন জিহাদ সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যার তেজী ঘোড়া যুদ্ধে আহত হয় এবং যে রক্ত প্রবাহিত করে। সে পুনরায় জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (সা)। কোন হিজরত সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে আল্লাহর নিষিদ্ধ জিনিস ত্যাগ করে। এরপর সে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন মুসলমান সবচেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যার মুখের ও হাতের অনিষ্ট থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে। তাকে আবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কি কারণে কোন ব্যক্তি জান্নাতে অথবা জাহান্নামে প্রবেশ করতে বাধ্য হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোন শরীক না করে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن جابر قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله أي الصلاة أفضل؟ قال طول القنوت قال يا رسول الله وأي الجهاد أفضل؟ قال من عقر جواده وأريق دمه قال يا رسول الله أي الهجرة أفضل؟ قال من هجر ما كره الله عز وجل قال يا رسول الله فأي المسلمين أفضل؟ قال من سلم المسلمون من لسانه ويده قال يا رسول الله فما الموجبتان! (5) قال من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار
তাহকীক:
হাদীস নং: ২৬
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৬. মা'য়েয (রা) থেকে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞেস করলেন, কোন আমলটি সবচেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ও জিহাদ করা, তবে কবুল হজ সমস্ত আমল থেকে মর্যাদাবান, যেমনভাবে সূর্যাস্তের দিক থেকে সূর্য উদিত হওয়া।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن ماعز عن النبي صلى الله عليه وسلم أنه سئل أي الأعمال أفضل؟ قال إيمان بالله وحده ثم الجهاد ثم حجة برة تفضل سائر العمل كما بين مطلع الشمس إلى مغربها
তাহকীক:
হাদীস নং: ২৭
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৭. জারির ইবন 'আবদুল্লাহ আল বাজালী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার জন্য শর্ত আরোপ করুন। তিনি বললেন, আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে কোন শরীক করবে না। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, ফরয যাকাত আদায় রবে এবং মুসলমানদের কল্যাণ কামনা করবে আর কুফরী করা থেকে মুক্ত থাকবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن جابر بن عبد الله البجلي قال قلت يا رسول الله اشترط علي (8) قال تعبد الله ولا تشرك به شيئا وتصلي الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتنصح المسلم وتبرأ من الكافر
তাহকীক:
হাদীস নং: ২৮
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৮. আবু মুরাবিহ (র) থেকে বর্ণিত। তিনি আবু যর (রা) থেকে বর্ণনা করেন। আবু যর (রা) বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞেস করলাম, কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা ও আল্লাহর পথে জিহাদ করা। আমি পুনরায় প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন ধরনের ক্রীতদাস মুক্ত করা সবচেয়ে উত্তম? তিনি বললেন, যে দাসের মূল্য বেশী এবং যে আল্লাহর নিকট অধিক উত্তম। সে বললো, যদি আমি তা না পাই? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন কারিগর বা শিল্পীকে সাহায্য করবে, অথবা তুমি দক্ষ হলে তাকে শিক্ষা দেবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي مراوح عن أبي ذر قال قلت يا رسول الله أي العمل أفضل قال إيمان بالله تعالى وجهاد في سبيله قلت يا رسول الله فأي الرقاب أفضل؟ قال أنفسها عند الله واغلاها ثمنا قال فإن لم أجد قال تعين صانعا أو تصنع لأخرق (10) وقال فإن لم استطع؟ قال كف أذاك عن الناس فإنها صدقة تصدق بها عن نفسك
তাহকীক:
হাদীস নং: ২৯
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৯. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী (ﷺ)। কোন কাজটি সবচেয়ে উত্তম? তখন তিনি এ হাদীসটি বর্ণনা করেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي هريرة أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فسأله فقال يا نبي الله أي الأعمال أفضل؟ فذكره
তাহকীক:
হাদীস নং: ৩০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩০. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম ব্যক্তির সংবাদ দিব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)। রাবী বর্ণনা করেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এক ব্যক্তি তার ঘোড়ার লাগাম ধরে আল্লাহর পথে বের হয়, যখন সে ভীতিকর যুদ্ধের শব্দ শুনে, তখন সে ঘোড়ার উপর স্থির হয়ে বসে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি কি তোমাদের পরবর্তী উত্তম কাজের সংবাদ দেব না? তারা বললো, হ্যাঁ। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এমন একজন মানুষ, যে ছাগলের পাল নিয়ে আছে অথচ সে সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। আমি কি তোমাদেরকে খারাপ বা দোষী ব্যক্তির সংবাদ দেব না? তারা বললো, হ্যাঁ। তিনি বললেন, সে হলো- যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয়, অথচ সে তাকে কিছু দেয় না।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخير البرية؟ قالوا بلى يا رسول الله قال قال رجل أخذ بعنان فرسه في سبيل الله عز وجل كلما كانت هيعة (3) استوى عليه ألا أخبركم بالذي يليه؟ قالوا بلى قال رجل في تلة (4) من غنمه يقيم الصلاة ويؤتي الزكاة ألا أخبركم بشر البرية؟ قالوا بلى قال الذي يسأل بالله ولا يعطي به
তাহকীক:
হাদীস নং: ৩১
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩১. ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলাম, আল্লাহর নিকট কোন কাজটি সবচেয়ে প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোন কাজটি? জবাবে তিনি বললেন, পিতামাতার সাথে ভাল ব্যবহার করা। আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি জবাবে বললেন, আল্লাহর পথে জিহাদ করা। ইবন মাসউদ (রা) বলেন, তিনি এসব বিষয় বলছিলেন। আমি যদি তাঁর নিকট আরো অতিরিক্ত প্রশ্ন করতাম, তাহলে তিনি আমাকে আরো অধিক বলতেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن ابن مسعود قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها قال قلت ثم أي قال ثم بر الوالدين قال قلت ثم أي؟ قال ثم الجهاد في سبيل الله قال فحدثني بهن ولو استزدته لزادني
তাহকীক:
হাদীস নং: ৩২
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩২. শিফা বিতে 'আবদুল্লাহ (র) থেকে বর্ণিত। মুহাজেরদের একজন মহিলা ছিলেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে সবচেয়ে ভাল কাজ সম্পর্কে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর পথে জিহাদ করা ও কবুল হজ্জ, অর্থাৎ যে হচ্ছে কোন গুনাহর কাজ করা হয় না।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن الشفا بنت عبد الله وكانت امرأة من المهاجرات قالت أن رسول الله صلى الله عليه وسلم سئل عن أفضل الأعمال فقال إيمان بالله وجهاد في سبيل الله عز وجل وحج مبرور
তাহকীক:
হাদীস নং: ৩৩
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم مثله
তাহকীক:
হাদীস নং: ৩৪
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৪. সুলায়ম ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আবু উমামা (রা) থেকে শুনেছি, আবু উমামা (রা) বলেন, বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ (ﷺ) জনগণের উদ্দেশ্যে জুদআ নামকস্থানে তাঁর বাহনের উপর তাঁর পদদ্বয় লম্বা করে খুতবা দিতে শুনেছি। তিনি বললেন, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তখন দলের শেষ ব্যক্তি বললো, আপনি বলুন। এ সময় রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমযান মাসে রোযা রাখবে, তোমাদের মালের যাকাত দেবে এবং তোমাদের আমীরের আনুগত্য করবে, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। আমি বললাম, হে আবু উমামা! আপনি এ হাদীস কখন শুনেছেন? তিনি বললেন, যখন আমার বয়স ছিল ত্রিশ বছর।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن سليم بن عامر قال سمعت أبا أمامة سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب الناس في حجة الوداع وهو على الجدعاء واضع رجله في غراز الرحل يتطاول يقول ألا تسمعون فقال رجل من آخر القوم ما تقول؟ قال اعبدوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم (10) تدخلوا جنة ربكم قلت فمذ كم سمعت هذا الحديث يا أبا أمامة؟ قال وأنا ابن ثلاثين سنة
তাহকীক:
হাদীস নং: ৩৫
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৫. আবু মালিক আশয়ারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক, আল্-হামদুলিল্লাহ মিযানকে ভারী করে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ্, ওয়াল্লাহু আকবার, আকাশের মাঝে সবকিছু পরিপূর্ণ করে দেয়; (অন্য বর্ণনায় আছে: আসমান ও যমীনের মাঝখান)। সালাত হলো আলো, অর্থাৎ কিয়ামতের দিন তা চেহারায় নূর হবে। সদকা হলো- দলীল, অর্থাৎ ঈমানের দলীল, আর ধৈর্য হলো- আলো, কুরআন হলো তোমার জন্য দলীল। প্রত্যেক মানুষ চেষ্টা করে এবং প্রত্যেক ব্যক্তি তার স্বত্বাকে বিক্রি করে দেয়, এরপর সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان (2) والحمد لله تملأ الميزان (3) وسبحان الله (4) والله أكبر ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء (وفي رواية ما بين السموات) والأرض والصلاة نور (5) والصدقة برهان (6) والصبر ضياء (7) والقرآن حجة عليك أو لك (8) كل الناس يغذو فبائع نفسه فموبقها أو معتقها
তাহকীক:
হাদীস নং: ৩৬
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৬. পুনরায় তাঁর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই জান্নাতে প্রত্যেক ব্যক্তির জন্য কামরা হবে যার উপর থেকে নীচের দিকে এবং নীচের থেকে উপর দিক দেখা যাবে। মহান আল্লাহ তা তৈরি করে রেখেছেন ঐ সব ব্যক্তির জন্য যে ব্যক্তি অভাবীকে খাদ্য দান করে, নরম কথা বলে, রমযানের রোযা রাখে, মানুষ যখন ঘুমায়, তখন সে সালাত আদায় করে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفة يرى (1) ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وألان الكلام وتابع الصيام (2) وصلى والناس نيام
তাহকীক:
হাদীস নং: ৩৭
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৭. 'আবদুল্লাহ ইবন 'উমর (রা) নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন। আবু মূসা আশ'আরী (রা) বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। সে কামরা কার জন্য? তিনি বলেন, যে ব্যক্তি কোমল কথা বলে, মানুষের খাওয়ার ব্যবস্থা করে এবং মানুষ যখন নিদ্রিত থাকে, তখন সে আল্লাহর জন্য দাঁড়িয়ে ইবাদতে রাত্রিযাপন করে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم مثله وفيه فقال أبو موسى الأشعري رضي الله عنه لمن هي يا رسول اللة قال لمن آلان الكلام وأطعم الطعام وبات لله قائما والناس نيام
তাহকীক:
হাদীস নং: ৩৮
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৮. দুররা বিনতে আবু লাহাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর থাকাবস্থায় এক ব্যক্তি তাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন মানুষ উত্তম? তিনি জবাব দিলেন, উত্তম ব্যক্তি হলো তারা, যারা পড়াশুনা করে এবং আল্লাহকে ভয় করে এবং সৎকাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয় এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعن درة بنت أبي لهب قالت قام رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر فقال يا رسول الله أي الناس خير؟ فقال صلى الله عليه وسلم خير الناس أقرؤهم وأتقاهم وآمرهم بالمعروف وأنهاهم عن المنكر وأوصلهم للرحم
তাহকীক:
হাদীস নং: ৩৯
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৯. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন আমল সবচেয়ে উত্তম? তিনি জবাব দিলেন, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর পথে জিহাদ। সে বললো, যদি আমি এতে সমর্থ না হই? তিনি বললেন, তোমার অন্তরকে খারাপ কাজ থেকে বিরত রাখ। আর এটা হলো- সাদকা সমতুল্য। তুমি তা তোমার নফসের জন্য সদকা কর।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي هريرة أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله قال فإن لم استطع ذلك قال احبس نفسك عن الشر فإنها صدقة تصدق بها على نفسك
তাহকীক:
হাদীস নং: ৪০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৪০. আ'তা ইবন ইয়াসার ও মুয়ায ইবন জাবাল (রা) থকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, বায়তুল্লাহর হজ্জ আদায় করে এবং রমযানের রোযা রাখে, রাবী বলেন, মু'য়ায (রা) যাকাতের কথা বলেছেন কিনা আমার স্মরণ নেই, তার গুনাহ মাফ করা আল্লাহর উপর কর্তব্য হয়ে যায়, চাই সে আল্লাহর পথে হিজরত করুক বা আপন জন্মস্থানেই অবস্থান করুক। মুয়ায (রা) বলেন, আমি কি এ সুসংবাদ লোকদের কাছে পৌঁছে দেব? মুয়ায (রা) বললেন, লোকদেরকে আমল করতে ছেড়ে দাও। হে মু'য়ায। জান্নাতে একশতটি স্তর আছে, আর প্রত্যেক দুস্তরের মধ্যে দূরত্ব হলো- একশত বছরের। আর ফিরদাউস হলো- সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট জান্নাত। এখান থেকেই জান্নাতের ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। সুতরাং তোমরা যখন আল্লাহর নিকট জান্নাতের জন্য প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদাওসের জন্য প্রার্থনা করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن عطاء ابن يسار عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصلوات الخمس وحج البيت الحرام وصام رمضان ولا أدرى أذكر الزكاة أم لا (7) كان حقا على الله أن يغفر أن هاجر في سبيله أو مكث بأرضه التي ولد بها فقال معاذ يا رسول الله أفأخبر الناس (1) قال ذر الناس يا معاذ في الجنة مائة درجة ما بين كل درجتين مائة سنة الفردوس (2) أعلى الجنة وأوسطها ومنها تفجر أنهار الجنة (3) فإذا سألتم الله فاسألوه الالفردوس
তাহকীক: