মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

শিকার ও যবাহ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৪২ টি

হাদীস নং: ৪১
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : জীবিত পণ্ড হতে যে অংশ পৃথক করা হয় তা মৃত। যে সব যবাহকৃত পশু হালাল নয়।
৪১। আবূ হুরায়রা (রা) ও ইবন আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, শরীতাহ (যবাহকালে যে পশুর শুধু চামড়া কাটা হয়, রগ কাটা হয় না।) খাওয়া যাবে না।) কেননা, এটা শয়তানের যবাহকৃত পশু।
(আবূ দাউদ। হাদীসটির সনদে বর্ণনাকারী আমর ইবন আবদিল্লাহ সান'আনী বিতর্কিত।)
كتاب الصيد والذبائح
باب في أن ما أبين من حى فهو ميتة وما لا يجوز أكله من الذبائح
عن أبى هريرة وابن عباس (2) عن النبى صلى الله عليه وسلم قال لا تؤكل الشريطة (3) فإنها ذبيحة الشيطان
হাদীস নং: ৪২
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : জীবিত পণ্ড হতে যে অংশ পৃথক করা হয় তা মৃত। যে সব যবাহকৃত পশু হালাল নয়।
৪২। আবু ওয়াকীদ লায়সী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় আসলেন। সেখানকার লোকেরা (জীবিত) ছাগলের নিতম্ব এবং উটের কুঁজ কেটে নিত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, জীবিত জন্তু হতে যা কাটা হয় তা মৃত (খাওয়া হারাম)।
(আবূ দাউদ, তিরমিযী, বায়হাকী। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গারীব।)
كتاب الصيد والذبائح
باب في أن ما أبين من حى فهو ميتة وما لا يجوز أكله من الذبائح
عن أبى واقد الليثى (5) قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وبها ناس يعمدون إلى أليات (6) الغنم وأسنمة الإبل فيجبُّونها (7) فقال رسول الله صلى الله عليه وسلم ما قطع من البهيمة وهى حية فهى ميتة
tahqiq

তাহকীক: