ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৭০৯
করুণাময়ের প্রিয় দুটি বাক্য দিয়ে পুস্তকের পরিসমাপ্তি
(২৭০৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই বাক্য করুণাময়ের নিকট প্রিয়, জিহ্বার উপরে হালকা, কিয়ামতের দাড়িপাল্লায় ভারী: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' (আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি), 'সুবহানাল্লাহিল আযীম' (মহিমাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি) ।
عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان: سبحان الله وبحمده سبحان الله العظيم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা