ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৯৯
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৬৯৯) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সর্বাধিক দুআ ছিল, ‘হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ প্রদান করুন এবং আখিরাতে কল্যাণ প্রদান করুন এবং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন'।
عن أنس رضي الله عنه قال: كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم: اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০০
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ-বেদনা, মনোকষ্ট, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে'।
عن أنس رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم يقول: اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال….وأعوذ بك من الهرم..

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০১
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর দুআর মধ্যে ছিল, ‘হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আপনার নিআমতের অপসারণ থেকে, আপনার সুস্থতা-নিরাপত্তার পরিবর্তন থেকে, আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে'।
عن ابن عمر رضي الله عنهما قال: كان من دعاء رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০২
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০২) আবু হরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আশ্রয় প্রার্থনা করতেন কঠিন বিপদ, ধ্বংসাত্মক দুরাবস্থা, মন্দভাগ্য এবং শত্রুদের বিদ্বেষময় আনন্দ থেকে।
عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০৩
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই বাক্যগুলো দিয়ে দুআ করতেন, 'হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই ঋণের বোঝা থেকে, শত্রুর প্রাধান্য থেকে এবং শত্রুদের বিদ্বেষময় আনন্দ থেকে'।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يدعو بهؤلاء الكلمات: اللهم إني أعوذ بك من غلبة الدين وغلبة العدو وشماتة الأعداء.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০৪
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৪) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই বাক্যগুলো দিয়ে দুআ করতেন, 'হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমার পাপ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আমার সব কিছু যা আপনি আমার চেয়েও ভালো জানেন। হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমার অনিচ্ছাকৃত পাপগুলো এবং আমার ইচ্ছাকৃত অপরাধ, আমার সুচিন্তিত কর্ম ও আমার নিরর্থক কর্ম, আর এ সবই আমার নিকট রয়েছে। হে আল্লাহ, আপনি ক্ষমা করুন যা আমি পূর্বে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি এবং যা আমি প্রকাশ্যে করেছি। আপনিই অগ্রবর্তী করেন এবং আপনিই পশ্চাদবর্তী করেন এবং আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান'।
عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يدعو هذا الدعاء: رب (اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي خطاياي وعمدي وجهلي وهزلي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০৫
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৫ ) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আপনি আমার দীনকে সুন্দর করুন, যার মধ্যে রয়েছে আমার সংরক্ষণ, এবং আপনি সুন্দর করুন আমার দুনিয়াকে, যার মধ্যে রয়েছে আমার জীবনযাপন, এবং আপনি সুন্দর করুন আমার আখিরাতকে যার মধ্যে রয়েছে আমার প্রত্যাবর্তন । আর আপনি আমার জীবনকে বানিয়ে দিন সকল কল্যাণের বৃদ্ধি এবং আমার মৃত্যুকে বানিয়ে দিন সকল অকল্যাণ থেকে শান্তি'।
عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقول: اللهم أصلح لي ديني الذي هو عصمة أمري وأصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০৬
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তদ্বারা আমাকে উপকৃত করুন, এবং আপনি আমাকে শিক্ষা দিন যা আমার উপকার করবে এবং আপনি আমাকে দান করুন এমন জ্ঞান যা আমার কল্যাণ করবে'।
عن أنس رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقول: اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وارزقني علما تنفعني به.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০৭
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তদ্বারা আমাকে উপকৃত করুন, এবং আপনি আমাকে শিক্ষা দিন যা আমার উপকার করবে এবং আপনি আমার জ্ঞান বৃদ্ধি করুন। প্রশংসা আল্লাহর সকল অবস্থাতেই এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে আল্লাহর আশ্রয় চাই'।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০৮
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে এই দুআটি শিক্ষা দেন, 'হে আল্লাহ, আমি আপনার কাছে চাই সকল কল্যাণ থেকে নিকটবর্তী কল্যাণ ও দূরবর্তী কল্যাণ, আমি যে কল্যাণ সম্পর্কে অবগত আছি এবং আমি যে কল্যাণ সম্পর্কে অবগত নই। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি সকল অকল্যাণ থেকে- নিকটবর্তী অকল্যাণ ও দূরবর্তী অকল্যাণ, আমি যে অকল্যাণ সম্পর্কে অবগত আছি এবং আমি যে অকল্যাণ সম্পর্কে অবগত নই। হে আল্লাহ, আমি আপনার কাছে সে সকল কল্যাণ চাই যে সকল কল্যাণ চেয়েছেন আপনার কাছে আপনার বান্দা এবং আপনার নবী (মুহাম্মাদ (ﷺ))। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই সে সকল অকল্যাণ থেকে যে সকল অকল্যাণ থেকে আপনার আশ্রয় চেয়েছেন আপনার বান্দা এবং আপনার নবী (মুহাম্মাদ (ﷺ))। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই জান্নাত এবং জান্নাতের নিকটে নিয়ে যায় এরূপ সকল কথা বা কাজের তাওফীক । এবং আমি আপনার আশ্রয় চাই জাহান্নাম থেকে এবং সেই সব কথা বা কাজ থেকে যা জাহান্নামের কাছে নিয়ে যায়। আর আমি আপনার নিকট প্রার্থনা করি যে, আপনি আমার জন্য যা কিছু ভাগ্য নির্ধারণ করেছেন সব কিছুর চূড়ান্ত পরিণতি আমার জন্য মঙ্গলময় কল্যাণকর করে দিন।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم علمها هذا الدعاء: اللهم إني أسألك من الخير كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم وأعوذ بك من الشر كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك وأعوذ بك من شر ما عاذ به عبدك ونبيك اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل وأسألك أن تجعل كل قضاء قضيته لي خيرا.

তাহকীক:
তাহকীক চলমান