ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৮৭
শত্রুর ভয়ে ভীত হলে কী বলবে
(২৬৮৭) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীকে ভয় পেলে বলতেন, 'হে আল্লাহ, আমরা আপনাকে তাদের বক্ষে নিক্ষেপ করছি এবং তাদের ক্ষতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি'।
عن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى عليه وسلم كان إذا خاف قوما قال: اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৬৮৮
শত্রুর ভয়ে ভীত হলে কী বলবে
(২৬৮৮) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি শাসক বা প্রশাসককে ভয় পায় তবে সে যেন বলে, 'হে আল্লাহ, সাত আসমানের পালনকর্তা ও মহান আরশের পালনকর্তা, আপনি আমাকে আশ্রয় দান করুন অমুকের পুত্র অমুকের (অর্থাৎ সে যার থেকে আশ্রয় চায় তার নাম) ক্ষতি থেকে এবং জিন, মানুষ এবং তাদের অনুসারীদের ক্ষতি থেকে, যেন কেউ আমার উপরে অন্যায় না করে। আপনার আশ্রয়প্রাপ্ত ব্যক্তি সম্মানিত এবং আপনার প্রশংসা মহিমান্বিত এবং আপনি ছাড়া কোনো মা'বুদ নেই'।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: إذا تخوف أحدكم السلطان فليقل: اللهم رب السماوات السبع ورب العرش العظيم كن لي جارا من شر فلان بن فلان يعني الذي يريد وشر الجن والإنس وأتباعهم أن يفرط علي أحد منهم عز جارك وجل ثناؤك ولا إله غيرك.

তাহকীক:
তাহকীক চলমান