ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৬৮৫
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
ভ্রমণকালে বিপদে পড়লে কী বলবে
(২৬৮৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দার সাথে তার সংরক্ষণে নিয়োজিত ফিরিশতাগণ ছাড়াও পৃথিবীতে আল্লাহর অনেক ফিরিশতা আছেন অতএব যদি তোমাদের কেউ কোনো নির্জন প্রান্তরে আটকে পড়ে বা অচল হয়ে পড়ে তাহলে সে যেন ডেকে বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা সাহায্য করো।
كتاب الذكر و الدعاء
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: إن لله ملائكة في الأرض سوى الحفظة... فإذا أصاب أحدكم عرجة بأرض فلاة فليناد: أعينوا عباد الله.
তাহকীক:
হাদীস নং: ২৬৮৬
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
ভ্রমণকালে বিপদে পড়লে কী বলবে
(২৬৮৬) উতবা ইবন গাযওয়ান রা. বলেন, তোমাদের কেউ যদি জনমানবহীন বিজন প্রান্তরে থাকা অবস্থায় কোনো কিছু হারিয়ে ফেলে বা সাহায্য চায় তবে সে যেন বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আমাকে সাহায্য করো।
كتاب الذكر و الدعاء
عن عتبة بن غزوان رضي الله عنه مرفوعا: إذا أضل أحدكم شيئا أو أراد عونا وهو بأرض ليس بها أنيس فليقل: يا عباد الله أغيثوني.
তাহকীক: