ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৮৯
বিপদগ্রস্তকে দেখলে কী বলবে
(২৬৮৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো বিপদগ্রস্তকে দেখে (নিজের মনে) বলে, 'প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে যে বিপদ দিয়ে পরীক্ষা করেছেন আমাকে সে বিপদ থেকে মুক্ত রেখেছেন এবং আমাকে তাঁর অনেক সৃষ্টির উপরে বিশেষ প্রাধান্য দিয়েছেন' তবে সে সেই বিপদে নিপতিত হবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من رأى مبتلى فقال: الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا لم يصبه ذلك البلاء.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৯০
বিপদগ্রস্তকে দেখলে কী বলবে
(২৬৯০) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কেউ কোনো বিপদগ্রস্তকে দেখে বলে, 'প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে যে বিপদ দিয়ে পরীক্ষা করেছেন আমাকে সে বিপদ থেকে মুক্ত রেখেছেন এবং আমাকে তাঁর অনেক সৃষ্টির উপরে বিশেষ প্রাধান্য দিয়েছেন' তবে সে সেই বিপদ থেকে নিরাপদ থাকবে- সে বিপদ যাই হোক, যতদিন সে বেঁচে থাকে।
عن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من رأى صاحب بلاء فقال: الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا إلا عوفي من ذلك البلاء كائنا ما كان ما عاش.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান