ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৮১
শিশুর জন্য তা'বীয বা আশ্রয়ের দুআ করা
(২৬৮১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাসান ও হুসাইনের জন্য তা'বীয় বা আল্লাহর আশ্রয়ের দুআ করতেন; তিনি বলতেন, তোমাদের পিতা (ইবরাহীম) এই বাক্যগুলো দ্বারা ইসমাঈল ও ইসহাককে তা’বীয (আল্লাহর আশ্রয়ের দুআ) করতেন, 'আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যাবলির আশ্রয় গ্রহণ করছি, প্রত্যেক শয়তান থেকে এবং সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণি থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে'।
عن ابن عباس رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم يعوذ الحسن والحسين ويقول: إن أباكما كان يعوذ بها إسماعيل وإسحاق: أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান