ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৭৮
ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গেলে বা অনিদ্রা হলে কী বলবে
(২৬৭৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে শিক্ষা দিতেন ঘুমের মধ্যে ভয় পেলে এই বাক্যগুলো বলতে, 'আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের, তাঁর ক্রোধ থেকে এবং তাঁর নিকৃষ্ট বান্দাদের থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং আমার নিকট তাদের উপস্থিতি থেকে'। আব্দুল্লাহ ইবন আমর রা. তার সন্তানদের মধ্যে যাদের বুদ্ধি হয়েছে তাদেরকে এই বাক্যগুলো শিক্ষা দিতেন। আর যার বুদ্ধি হয় নি কাগজে লিখে তার গলায় ঝুলিয়ে দিতেন।
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الفزع كلمات: أعوذ بكلمات الله التامة من غضبه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون (فإنّها لن تضره) وكان عبد الله بن عمرو يعلمهن من عقل من بنيه ومن لم يعقل كتبه فأعلقه عليه (كتبها في صك ثم علقها في عنقه)... فإنها لن تضره.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৬৭৯
ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গেলে বা অনিদ্রা হলে কী বলবে
(২৬৭৯) খালিদ ইবন ওয়ালীদ রা. বলেন, তিনি অনিদ্রায় আক্রান্ত হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব না, যেগুলো বলে তুমি ঘুমাবে? তুমি বলবে, 'হে আল্লাহ, সাত আসমান ও তাদের নিম্নস্থ সবকিছুর পালনকর্তা, যমিনসমূহ এবং সেগুলোর উপরস্থ সব কিছুর পালনকর্তা, শয়তানগণ এবং তারা যাদেরকে বিভ্রান্ত করেছে তাদের পালনকর্তা, আপনি আপনার সকল ক্ষতিকারক সৃষ্টি থেকে আমাকে আশ্রয় প্রদান করুন, যেন তাদের মধ্য থেকে কেউ আমার সাথে দুর্ব্যবহার না করে বা সীমালঙ্ঘন না করে । আপনার আশ্রয়প্রাপ্ত ব্যক্তি সম্মানিত এবং আপনার নাম বরকতময়'।
عن خالد بن الوليد رضي الله عنه: أنه أصابه أرق فقال رسول الله صلى الله عليه وسلم: ألا أعلمك كلمات إذا قلتهن نمت؟ قل: اللهم رب السماوات السبع وما أظلت ورب الأرضين وما أقلت ورب الشياطين وما أضلت كن لي جارا من شر خلقك أجمعين أن يفرط علي أحد منهم أو أن يطغى عز جارك وتبارك اسمك.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৬৮০
ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গেলে বা অনিদ্রা হলে কী বলবে
(২৬৮০) যাইদ ইবন সাবিত রা. বলেন, আমি অনিদ্রায় আক্রান্ত হয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে তা বলি। তিনি বলেন, তুমি বলবে, 'হে আল্লাহ, তারকাগুলো ডুবে গেল, চক্ষুগুলো প্রশান্তিতে নিমগ্ন হল, আপনি চিরঞ্জীব সর্বসংরক্ষক, হে চিরঞ্জীব, হে সংরক্ষক, আপনি আমার চক্ষুকে ঘুম পাড়িয়ে দিন এবং আমার রাত্রিকে প্রশান্তিময় করে দিন'। তখন (একথা বলাতে) আমার অনিদ্রা চলে গেল।
عن زيد بن ثابت رضي الله عنه قال: شكوت إلى رسول الله صلى الله عليه وسلم أرقا أصابني فقال قل: اللهم غارت النجوم وهدأت العيون وأنت حي قيوم لا تأخذك سنة ولا نوم يا حي يا قيوم أهدي ليلي وأنم عيني فقلتها فأذهب الله عز وجل عني ما كنت أجد.

তাহকীক:
তাহকীক চলমান