ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৭৬
ঘুমানোর সময় এবং ঘুম থেকে উঠার সময় কী বলবে
(২৬৭৬) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতে তাঁর বিছানায় শয়ন করতেন তখন তাঁর হাতটি গালের নীচে রাখতেন এবং এরপর বলতেন, ‘হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবন্ত হই' । আর যখন তিনি ঘুম থেকে উঠতেন তখন বলতেন, 'প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করেছেন এবং তাঁরই দিকে পুনরুত্থান'।
عن حذيفة رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل وضع يده تحت خده ثم يقول: اللهم باسمك أموت وأحيا وإذا استيقظ قال: الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৬৭৭
ঘুমানোর সময় এবং ঘুম থেকে উঠার সময় কী বলবে
(২৬৭৭) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁর বিছানায় আশ্রয় নিতেন তখন তিনি তাঁর ডানকাতে শয়ন করতেন, তারপর বলতেন, 'হে আল্লাহ, আমি সমর্পণ করলাম আমাকে আপনার নিকট, নিবিষ্ট করলাম আমার মুখমণ্ডলকে আপনার প্রতি, দায়িত্বার্পণ করলাম আপনাকে আমার যাবতীয় কর্মের, আমার পৃষ্ঠকে আপনার আশ্রয়ে সমর্পিত করলাম, আপনার প্রতি আশা ও ভয়ের সাথে। আপনার নিকট থেকে আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই ও কোনো মুক্তির স্থান নেই। আমি ঈমান এনেছি আপনি যে কিতাব নাযিল করেছেন তার উপর এবং আপনি যে নবী প্রেরণ করেছেন তার উপর'। আর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ এই বাক্যগুলো বলে এবং এরপর সেই রাত্রিতেই মৃত্যুবরণ করে, তবে সে ফিতরাতের উপর (নিষ্পাপভাবে) মৃত্যুবরণ করবে।
عن البراء بن عازب رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه نام على شقه الأيمن ثم قال: اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت وقال رسول الله صلى الله عليه وسلم: من قالهن ثم مات تحت ليلته مات على الفطرة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা