ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৭৫
নতুন চাঁদ দেখলে কী বলবে
(২৬৭৫) তালহা ইবন উবাইদুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নতুন চাঁদ দেখলে বলতেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের উপর এই নতুন চাঁদকে উদিত করুন (নতুন মাসের শুরু করুন) সৌভাগ্য-নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে। (হে নব চাঁদ) আমার পালনকর্তা ও তোমার পালনকর্তা আল্লাহ'।
عن طلحة بن عبيد الله أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال: اللهم أهله علينا باليمن (بالأمن) والإيمان والسلامة والإسلام ربي وربك الله.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান