ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৭৪
জীবনযাত্রা কষ্টকর হলে
(২৬৭৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো জীবন যাপনের বিষয় যদি কষ্টকর হয় তবে তার বাধা কোথায় যে সে বাড়ি থেকে বের হওয়ার সময় বলবে, 'আল্লাহর নামে, আমার জীবনের উপর, সম্পদের উপর ও দ্বীনের উপর। হে আল্লাহ, আপনি আমাকে আপনার ফয়সালার প্রতি সন্তুষ্ট করে দিন এবং আমার জন্য যা নির্ধারিত করা হয়েছে তাতে আপনি বরকত প্রদান করুন, যেন আপনি যা দেরি করেছেন তা আমি তাড়াতাড়ি পেতে পছন্দ না করি এবং আপনি যা তাড়াতাড়ি দিয়েছেন তা দেরিতে পেতে পছন্দ না করি'।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا قال: ما يمنع أحدكم إذا عسر عليه أمر معيشته أن يقول إذا خرج من بيته: بسم الله على نفسي ومالي وديني اللهم رضني بقضائك وبارك لي فيما قدر لي حتى لآ أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت.

তাহকীক:
তাহকীক চলমান