ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৭৩
যে তার সম্পদের প্রবৃদ্ধি চায়
(২৬৭৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মুসলিমের কাছে যদি দান করার কিছুই না থাকে তাহলে তার উচিত দুআর মধ্যে বলা,১ 'হে আল্লাহ, আপনি সালাত প্রেরণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর, এবং সালাত প্রেরণ করুন সকল মুমিন পুরুষ, মুমিন নারী, মুসলিম পুরুষ ও মুসলিম নারীর উপর'। তাহলে এই সালাত তার জন্য যাকাত (দান)২ স্বরূপ গণ্য হবে।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: أيما رجل مسلم لم يكن له صدقة فليقل في دعائه: اللهم صل على محمد عبدك ورسولك و(صل) على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات فإنها له زكاة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান