ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৭২
নবী (ﷺ) এর উপর সালাতের কিছু বাক্য
(২৬৭২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আমাদের নবী-বংশের উপর সালাত পাঠের সময় পূর্ণতম পরিমাপে সাওয়াব মাপতে চায় তবে সে যেন বলে, 'হে আল্লাহ, আপনি সালাত প্রেরণ করুন মুহাম্মাদের উপর, এবং তাঁর স্ত্রীগণ মুমিনদের মাতৃগণের উপর, তাঁর বংশধর ও তাঁর পরিবারের মানুষদের উপর, যেমন আপনি সালাত প্রেরণ করেছেন ইবরাহীমের পরিজন-বংশধরের উপরে। নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাময়'।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من سره أن يكتال بالمكيال الأوفى إذا صلى علينا أهل البيت فليقل: اللهم صل على محمد وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد.

তাহকীক:
তাহকীক চলমান