ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৮২
কুষ্ঠ, পাগলামি, অন্ধত্ব ও পঙ্গুত্ব থেকে আত্মরক্ষার দুআ
(২৬৮২) ইবন আব্বাস রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বসেছিলাম । এমতাবস্থায় কাবীসাহ নামক এক বৃদ্ধব্যক্তি আগমন করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আপনার বয়স অনেক হয়েছে এবং অস্তি দুর্বল হয়ে গিয়েছে, এমতাবস্থায় আপনি কেন এসেছেন? লোকটি বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যদ্বারা আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমার কল্যাণ করবেন। তবে আপনি আমার পক্ষে অধিক হয়ে যায় এমন কিছু শেখাবেন না, কারণ আমি একজন দুর্বল-স্মৃতি বৃদ্ধ । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আপনার দুনিয়ার জন্য শিক্ষা হল, আপনি যখন ফজরের সালাত আদায় করবেন তখন ফজরের সালাতের পরে তিনবার বলবেন, 'মহিমাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি, এবং কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহতে ছাড়া' তাহলে আল্লাহ আপনাকে চারটি বিপদ থেকে রক্ষা করবেন: কুষ্ঠ, পাগলামি, অন্ধত্ব ও পঙ্গুত্ব। আর আপনার আখিরাতের জন্য শিক্ষা হল, আপনি বলবেন, 'হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আপনার অনুগ্রহ আমার উপর প্রবাহিত করুন, আপনার করুণা আমার উপর ছড়িয়ে দিন এবং আপনার বরকতরাজি আমার উপর অবতীর্ণ করুন'। বৃদ্ধলোকটি কথাগুলো বলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, যদি সে এগুলোকে পরিত্যাগ না করে এগুলোসহ কিয়ামতের দিন আগমন করে তবে তার জন্য জান্নাতের চারটি দরজা খোলা হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।
عن ابن عباس رضي الله عنهما قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ أقبل شيخ يقال له قبيصة فقال له رسول الله صلى الله عليه وسلم: ما جاء بك وقد كبرت سنك ورق عظمك؟... فقال: يا رسول الله علمني شيئا ينفعني الله به في الدنيا والآخرة ولا تكثر علي فإني شيخ نسي قال: أما لدنياك فإذا صليت الصبح فقل بعد صلاة الصبح: سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله ثلاث مرات يوقيك الله من بلايا أربع: من الجذام والجنون والعمى والفالج، فأما لآخرتك فقل: اللهم اهدني من عندك وأفض علي من فضلك وانشر علي من رحمتك وأنزل علي من بركاتك فقالها الشيخ... فقال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لئن وفى بهن يوم القيامة لم يدعهن ليفتحن له أربعة أبواب من الجنة يدخل من أيها شاء.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান