ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৬৬
নবী (ﷺ) এর উপর সালাত পাঠ না করা পর্যন্ত দুআ ব্যাহত
(২৬৬৬) আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, সকল দুআ পর্দার আড়ালে থাকবে (আল্লাহর দরবারে গৃহীত হবে না) যতক্ষণ না মুহাম্মাদ (ﷺ) এর উপর সালাত পাঠ করা হবে।
عن علي رضي الله عنه : كل دعاء محجوب حتى يصلي على محمد صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান