ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৬৭
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৬৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আমার উপর একবার সালাত [দরূদ] পাঠ করে তবে আল্লাহ তার উপর দশবার সালাত (রহমত) করেন।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى علي واحدة صلى الله عليه عشرا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৬৮
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৬৮) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আমার উপর একবার সালাত পাঠ করে তবে আল্লাহ তার উপর দশবার সালাত (রহমত) করেন, তার দশটি গোনাহ ক্ষমা করা হয় এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হয়।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৬৯
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৬৯) উবাই ইবন কা'ব রা. বলেন, একব্যক্তি বলে, হে আল্লাহর রাসূল, যদি আমি আমার সকল সালাত (দরূদ) আপনার জন্যই পাঠ করি তবে কী হবে তা বলুন। তিনি বলেন, তাহলে মহিমাময় বরকতময় আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা-সমস্যা সমাধান করে দেবেন।
عن أبي بن كعب رضي الله عنه قال: قال رجل: يا رسول الله أرأيت إن جعلت صلاتي كلها عليك؟ قال: إذا يكفيك الله تبارك وتعالى ما همك من دنياك وآخرتك.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৭০
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৭০) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশী সালাত পাঠ করে সেই ব্যক্তি হবে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী মানুষ।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান