ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৬৫
আল্লাহর যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন
(২৬৬৫) বুরাইদা আসলামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শুনতে পান, একব্যক্তি বলছে, ‘হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে, আমি সাক্ষ্য প্রদান করছি, আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো মা'বুদ নেই । আপনিই একক, অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেন নি ও জন্মগ্রহণ করেন নি এবং তাঁর সমতুল্য কেউ নেই'। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, নিশ্চয় তুমি আল্লাহর কাছে তাঁর সেই নাম ধরে (ইসমে আ'যম ধরে) প্রার্থনা করেছ, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন।
عن بريدة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سمع رجلا يقول: اللهم إني أسألك أني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقال: لقد سألت الله بالإسم (باسمه الأعظم) الذي إذا سئل به أعطى وإذا دعي به أجاب.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান