ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৩৮
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৩৮) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর যিকরের চেয়ে উত্তম কোনো কর্মই মানুষ করে নি।
عن معاذ بن جبل رضي الله عنه مرفوعا: ما عمل آدمي عملا أنجى له من عذاب الله من ذكر الله.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৩৯
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৩৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিমাময় পরাক্রান্ত আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার যিকর করে এবং আমার যিকরে তার ওষ্ঠদ্বয় আন্দোলিত হয় তখন আমি তার সাথে থাকি।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن الله عز وجل يقول: أنا مع عبدي إذا هو ذكرني وتحركت بي شفتاه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪০
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৪০) আবু মুসা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার পালনকর্তার যিকর করে এবং যে ব্যক্তি তার পালনকর্তার যিকর করে না, তাদের উদাহরণ হল প্রাণময় ও প্রাণহীনের মতো।
عن أبي موسى رضي الله عنه مرفوعا: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪১
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৪১) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা বেশী বেশী আল্লাহর যিকর করো, যেন তারা বলে,।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: أكثروا ذكر الله حتى يقولوا : مجنون
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪২
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৪২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার নিকট আছি এবং সে যখন আমাকে স্মরণ (যিকর) করে তখন আমি তার সাথে থাকি। যদি সে আমাকে তার নিজের মনের মধ্যে স্মরণ করে তবে আমিও তাকে আমার মনের মধ্যে স্মরণ করি । আর যদি সে আমাকে সমাবেশের মধ্যে স্মরণ করে তবে আমি তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا يقول الله: أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملإ ذكرته في ملإ خير منهم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৬৪৩
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৪৩) সা'দ ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সর্বোত্তম যিকর হল নীরব বা লুক্কায়িত যিকর এবং সর্বোত্তম রিযক হল যা জীবনযাপনের জন্য যথেষ্ট।
عن سعد بن مالك رضي الله عنه مرفوعا: خير الذكر الخفي وخير الرزق ما يكفي.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান