ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৪৪
যিকরের মজলিসের মর্যাদা
(২৬৪৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখনই কিছু মানুষ বসে আল্লাহর স্মরণ (যিকর) করে তখনই আল্লাহর ফিরিশতাগণ তাদেরকে ঘিরে নেন, রহমত তাদেরকে আবৃত করে, তাদের উপর শান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তাঁর নিকটবর্তী ফিরিশতাদের নিকট তাদের স্মরণ (যিকর) করেন।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده.

তাহকীক:
তাহকীক চলমান