ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ২৬৩৪
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
তাকওয়া ও সুন্দর আচরণের মর্যাদা
(২৬৩৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, মানুষকে সবচেয়ে বেশী জান্নাতে প্রবেশ করাবে কিসে? তিনি বলেন, আল্লাহর তাকওয়া (আল্লাহর অসন্তুষ্টির ভয়ে আল্লাহর নিষিদ্ধ কর্ম বর্জন) এবং সুন্দর আচরণ।
كتاب الإحسان
عن أبي هريرة رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثرما يدخل الناس الجنة فقال: تقوى الله وحسن الخلق.
তাহকীক:
হাদীস নং: ২৬৩৫
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
তাকওয়া ও সুন্দর আচরণের মর্যাদা
(২৬৩৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের টাকা-পয়সা দিয়ে মানুষদেরকে আবৃত করতে পারবে না, কিন্তু তোমাদের মুখমণ্ডলের প্রসন্নতা-প্রফুল্লতা ও সুন্দর আচরণ দিয়ে তাদেরকে আবৃত করো।
كتاب الإحسان
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إنكم لا تسعون الناس بأموالكم وليسعهم منكم بسط الوجه وحسن الخلق.
তাহকীক:
হাদীস নং: ২৬৩৬
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
তাকওয়া ও সুন্দর আচরণের মর্যাদা
(২৬৩৬) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দাঁড়িপাল্লায় কোনো কিছুই সুন্দর আচরণের চেয়ে অধিকতর ভারী হবে না।
كتاب الإحسان
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: ما من شيء أثقل في الميزان من حسن الخلق.
তাহকীক: