ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৩৩
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
সালামের প্রচলন, রক্তসম্পর্কীয় আত্মীয়তা রক্ষা ও খাদ্য খাওয়ানোর মর্যাদা
(২৬৩৩) আব্দুল্লাহ ইবন সালাম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে মানুষেরা, তোমরা সালামের প্রচলন করো, খাদ্য খাওয়াও (ইবন মাজাহর বর্ণনায়: এবং রক্তসম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো) এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন (রাতের গভীরে তাহাজ্জুদের) সালাত আদায় করো, তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে।
كتاب الإحسان
عن عبد الله بن سلام رضي الله عنه مرفوعا: أيها الناس أفشوا السلام وأطعموا الطعام (وصلوا الأرحام) وصلوا والناس نيام تدخلون الجنة بسلام.