ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬২৬
শক্তিশালী মুমিনের মর্যাদা এবং যে আল্লাহর ফয়সালায় খুশি থাকে ও ‘যদি করতাম' বলে না
(২৬২৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিকতর প্রিয়, তবে প্রত্যেক মুমিনের মধ্যে কল্যাণ বিদ্যমান। তোমার জন্য যা কল্যাণকর তা অর্জনের জন্য তুমি আগ্রহী হও, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং অক্ষমতা প্রকাশ কোরো না । যদি তোমার কোনো বিপদ-অসুবিধা হয় তবে তুমি বোলো না যে, 'যদি আমি অমুক কাজ করতাম তবে অমুক ফল হত'; বরং তুমি বলো, আল্লাহর নির্ধারণ এবং তিনি যা চেয়েছেন তা করেছেন'। কারণ ‘যদি করতাম..' বা ‘যদি না করতাম' বলে অতীত নিয়ে আফসোস কর' শয়তানের কর্ম উন্মুক্ত করে দেয়।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা