ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬২৭
পরস্পরে বিনয় প্রকাশের নির্দেশ ও পারস্পরিক গৌরব প্রকাশের নিষেধাজ্ঞা
(২৬২৭) ইয়াদ ইবন হিমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ আমার কাছে ওহির মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে, তোমরা পরস্পরে বিনয় প্রকাশ করবে, যেন কেউ কারো উপরে যুলুম না করে এবং কেউ কারো উপরে অহঙ্কার বা গৌরব প্রকাশ না করে।
عن عياض بن حمار رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يبغي أحد على أحد ولا يفخر أحد على أحد.

তাহকীক:
তাহকীক চলমান
