ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬২৪
লজ্জা ঈমানের অংশ
(২৬২৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, লজ্জা ঈমানের অংশ।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: الحياء من الإيمان.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৬২৫
লজ্জা ঈমানের অংশ
(২৬২৫) আবু মাসউদ আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নবুয়াতের যে সকল কথা মানুষ লাভ করেছে সেগুলোর মধ্যে রয়েছে: যদি তোমার লজ্জা না থাকে তবে তুমি যা ইচ্ছা তাই করতে পার।
عن أبي مسعود الأنصاري رضي الله عنه مرفوعا: إن مما أدرك النّاس من كلام النبوة الأولى: إذا لم تستحي فاصنع ما شئت.

তাহকীক:
তাহকীক চলমান