ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬২৩
রাস্তায় বসতে নিষেধাজ্ঞা, তবে যদি কেউ হক আদায় করতে পারে
(২৬২৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খবরদার! তোমরা রাস্তায় বসবে না। তখন সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো রাস্তায় বসা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা তথায় বসে কথাবার্তা বলি। তিনি বললেন, তোমরা যখন না বসে ছাড়বেই না, তখন তোমরা রাস্তার অধিকার প্রদান করবে। তারা বললেন, হে আল্লাহর রাসূল, রাস্তার অধিকার কী? তিনি বললেন, চক্ষু সংযত করা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেওয়া, ভালো কাজের আদেশ করা ও অন্যায় থেকে নিষেধ করা।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إياكم والجلوس بالطرقات فقالوا: يا رسول الله ما لنا من مجالسنا بد نتحدث فيها فقال: إذ أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا: وما حق الطريق يا رسول الله؟ قال: غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر.

তাহকীক:
তাহকীক চলমান
