ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬২২
সত্যবাদিতা ও পুণ্যের মর্যাদা এবং মিথ্যা ও পাপের নিন্দা
(২৬২২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সত্যবাদিতা গ্রহণ করবে। কারণ সত্যবাদিতা পূণ্যের দিকে পরিচালিত করে এবং পূণ্য জান্নাতের দিকে পরিচালিত করে । একজন মানুষ যখন সর্বদা সত্য কথা বলে এবং সত্যের জন্য চিন্তাভাবনা করে কথা বলে তখন সে আল্লাহর কাছে সিদ্দীক বা মহাসত্যবাদী বলে লিখিত হয়। খবরদার! তোমরা মিথ্যা থেকে আত্মরক্ষা করবে। কারণ মিথ্যা পাপের দিকে পরিচালিত করে এবং পাপ জাহান্নামের দিকে পরিচালিত করে। একজন মানুষ যখন সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যার জন্য চিন্তাভাবনা করে কথা বলে তখন সে আল্লাহর কাছে কাযযাব বা মহামিথ্যাবাদী বলে লিখিত হয়।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: عليكم بالصدق فإنّ الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنّة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإنّ الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا.

তাহকীক:
তাহকীক চলমান
