ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৬২১
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য উপরস্থের দিকে না তাকিয়ে নিম্নবর্তীর দিকে তাকানো
(২৬২১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের চেয়ে অপেক্ষাকৃত খারাপ অবস্থায় যারা আছেন তাদের দিকে তোমরা দৃষ্টিপাত করবে, তোমাদের চেয়ে যারা অপেক্ষাকৃত ভালো আছেন তাদের দিকে নয়; এতে আশা করা যায় যে, তোমরা আল্লাহর নিআমতকে অবজ্ঞা করবে না।
كتاب الإحسان
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أنظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم.
তাহকীক: