ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৯০
লোক শোনানো ও লোক দেখানোর জন্য কর্ম করার নিন
(২৫৯০) জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি শ্রবণ করায় (লোক শোনানোর জন্য কর্ম করে), আল্লাহ তাকে শ্রবণ করান এবং যে ব্যক্তি প্রদর্শন করায় (লোক দেখানোর জন্য কর্ম করে) আল্লাহ তাকে দিয়ে প্রদর্শন করান।
عن جندب رضي الله عنه مرفوعا: من سمع سمع الله به ومن يرائي يرائي الله به

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৫৯১
লোক শোনানো ও লোক দেখানোর জন্য কর্ম করার নিন
(২৫৯১) মাহমুদ ইবন লাবীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে বেশী যে বিষয়টি আমি তোমাদের জন্য ভয় করি তা হল ক্ষুদ্রতর শিরক: রিয়া বা লোক দেখানোর জন্য কর্ম করা।
عن محمود بن لبيد رضي الله عنه مرفوعا: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر... الرياء.

তাহকীক:
তাহকীক চলমান