ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫৮৭
অত্যাচার ও কৃপণতার নিন্দা
(২৫৮৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যুলুম-অত্যাচার কিয়ামতের দিন গভীর তমসাবৃত অন্ধকারে পরিণত হবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا قال: الظلم ظلمات يوم القيامة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৫৮৮
অত্যাচার ও কৃপণতার নিন্দা
(২৫৮৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যুলুম অত্যাচার করা থেকে আত্মরক্ষা করবে, কারণ যুলুম-অত্যাচার কিয়ামতের দিন গভীর তমসাবৃত অন্ধকারে পরিণত হবে। আর তোমরা লোভ-কৃপণতা থেকে আত্মরক্ষা করবে; কারণ এই লোভ-কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছে। লোভ-কৃপণতা তাদেরকে পরস্পরের রক্তপাত করতে এবং তাদের অবৈধ বিষয়াদি বৈধ করে নিতে উদ্বুদ্ধ করেছে।
عن جابر رضي الله عنه مرفوعا: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم حملهم على أن سفكوا دماءهم واستحلوا محارمهم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৫৮৯
অত্যাচার ও কৃপণতার নিন্দা
(২৫৮৯) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পালনকর্তা আল্লাহ থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপরে যুলুম হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করে দিয়েছি, কাজেই তোমরা পরস্পরে যুলুম করবে না।
عن أبي ذر رضي الله عنه مرفوعا: فيما يرويه عن ربه أنه قال: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা